সাত কলেজের ২০২২ শিক্ষাবর্ষে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের কার্যাবলি ২০২২ শিক্ষাবর্ষে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তিইচ্ছু সকল শিক্ষার্থীদের জন্য শ...
সাত কলেজের ২০২২ শিক্ষাবর্ষে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের কার্যাবলি |
কলেজ ও বিষয় পছন্দ ফরম কিভাবে পূরণ করবেন?
যেসকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলেই কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণ করতে পারবেন, (যে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এখনো দেয়নি, ৩১ আগস্ট তারিখ এর মধ্যে দিয়ে হবে)। আগামী ১ সেপ্টেম্বর হতে কলেজ ও বিষয় চয়েস ফরম পূরণ অনলাইনে শুরু হবে। কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা নির্দিষ্ট তারিখ ও নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
আপনার পছন্দমতোই কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণ করবেন। এর জন্য কোনো বিশেষ পদ্ধতি বর্তমানে কার্যকর নয়। কারণ ২০২১ শিক্ষাবর্ষ হতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণ এবং মনোনয়নে একইসাথে সকল ইউনিটের বিষয় চয়েস দেওয়া ও সয়ংক্রিয় মাইগ্রেশন পদ্ধতি চালু করেছে কর্তৃপক্ষ। তাই আপনার মেধাক্রম ২০০ বা ২০০০ বা ১২০০০ যাই হোক না কেন আপনার পছন্দসই কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণ করবেন।
এক্ষেত্রে যে বিষয়গুলো মেনে বা জেনে নিতে হবেঃ
- পছন্দের বিষয় নির্ধারণ
- পছন্দের কলেজ নির্ধারণ
- পছন্দের বিষয় সম্পর্কে ধারণা
- পছন্দের কলেজ সম্পর্কে ধারণা
- আপনার অবস্থান থেকে কলেজ যাতায়াত সম্পর্কে ধারণা
- কলেজ ও বিষয় এর আসন সংখ্যা ও শর্তাবলি ইত্যাদি
কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের পূর্বে যে বিষয় জেনে ও বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ফরম পূরণ করবেন। পছন্দ তালিকা যেমন হতে পারে
বিষয় পছন্দের ভিত্তিতে হবে, যেমনঃ
- তিতুমীর কলেজ - ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
- ঢাকা কলেজ - ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
- ইডেন কলেজ - ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
এভাবে ক্রমান্বয়ে বাকি কলেজগুলোও দিতে হবে। (৩টি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বিষয় গুলো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে)
- তিতুমীর কলেজ - ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
- তিতুমীর কলেজ – অর্থনীতি / ফিন্যান্স / পদার্থবিজ্ঞান
- তিতুমীর কলেজ – রাষ্ট্রবিজ্ঞান / ম্যানেজমেন্ট / গণিত
- তিতুমীর কলেজ - বাংলা / মার্কেটিং / প্রাণীবিদ্যা
- তিতুমীর কলেজ - ইংরেজি / উদ্ভিদবিদ্যা / ইতিহাস
এভাবে একই কলেজে ক্রমান্বয়ে বাকি বিষয়গুলো তারপর অন্য কলেজেও একইভাবে দিতে হবে।
- ঢাকা কলেজ -ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
- ঢাকা কলেজ – রাষ্ট্রবিজ্ঞান / ম্যানেজমেন্ট / গণিত
- ইডেন কলেজ - ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
- ইডেন কলেজ – ফিন্যান্স / গণিত / রাষ্ট্রবিজ্ঞান
- তিতুমীর কলেজ - ইংরেজি / হিসাববিজ্ঞান / রসায়ন
- তিতুমীর কলেজ – ফিন্যান্স / গণিত / রাষ্ট্রবিজ্ঞান
এভাবে ক্রমান্বয়ে পছন্দের বিষ য়গুলো পছন্দের কলেজ দিয়ে পরবর্তীতে বাকিগুলো দিতে হবে।
কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের পর ভর্তি পরীক্ষায় আপনার মেধাক্রমের ভিত্তিতে এবং কলেজ ও বিষয় পছন্দ তালিকা অনুযায়ী আপনি নির্দিষ্ট কলেজ ও বিষয়ে ভর্তির জন্য মনোনীত হবে।
(যেহেতু আসন সংখ্যা নির্দিষ্ট সেহেতু ওই নির্দিষ্ট সংখ্যক আসনের জন্য মনোনয়ন দেওয়া হবে)
১ম মনোনয়নে কলেজ ও বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট ভর্তি ফি পরিশোধের মাধ্যমে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আসন নিশ্চিত করতে হবে। তখন যেসকল শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ফি পরিশোধ করতে ব্যর্থ হবে বা করবে না তার মনোনয়ন বাতিল হবে এবং ফাঁকা আসনগুলোতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন হবে এরপর অবশিষ্ট ফাঁকা আসনে অপেক্ষমাণ তালিকায় শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হবে। আসন পূর্ণ না হওয়া পর্যন্ত মাইগ্রেশন ও মনোনয়ন চালু থাকবে। ভর্তিইচ্ছু সকল শিক্ষার্থীদের আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। ভর্তি ফি দুই ধাপে নেয়া হবে এবং সকল কার্যক্রম শেষে চূড়ান্তভাবে একজন শিক্ষার্থী কে একটি কলেজ ও বিষয় মনোনয়ন দেয়া হবে। চূড়ান্ত মনোনয়নের পর সেই বিষয় ও কলেজে ডকুমেন্টস জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ধাপের নির্দেশনা ও নোটিশ গুরুত্ব সহকারে ফলো করতে হবে। খোঁজ খবর রাখতে হবে।
বিঃদ্রঃ কে কোন বিষয় ও কলেজ পাবেন। কত সিরিয়াল থেকে কি পাবেন এগুলো চাইলেই বলা সম্ভব না। এখানে অনেক কিছু বিবেচনা জরা হবে। তাছাড়া সব কিছু অনলাইনে অটোমেটিক নিয়ন্ত্রণ করা হবে। তাই যাদের পজিশন যত এগিয়ে তারা তত আগে সুযোগ পাবেন পছন্দের কলেজ ও বিষয় মনোনয়ন পাবেন। অপেক্ষামান তালিকায় যারা পাস করবে ভর্তি পরীক্ষায় তারাও ২য়/৩য় মেরিটের সময় আসন পেয়ে যেতে পারে আসন খালি থাকা সাপেক্ষ। তাই পছন্দ অনুযায়ী সবাই প্রথমে চয়েস লিস্ট পূরণ করবেন।
ভর্তিচ্ছুরা চয়েস দেওয়ার সময় পছন্দক্রম অনুযায়ী বিষয় চয়েস দিবেন। আসন খালি থাকলে পছন্দক্রমে দেওয়া চয়েস অনুযায়ী ভালো বিষয় পাবেন। না থাকলে যেভাবেই চয়েস দেন না কেন, পাবেন না।
আপনার পজিশন পিছনে তাই নরমাল বিষয় আগে দিছেন, কিন্তু ভালো বিষয়ের আসন খালি থাকলে আপনি নরমাল বিষয়ই পাবেন। ভালো টা পাবেন না।
আপনার পেছনের পজিশনের কেউ যদি পছন্দক্রম অনুযায়ী ভালো বিষয় প্রথম দিকে চয়েসে রাখে এবং উক্ত বিষয়ের আসন খালি থাকলে সে তা ১ম মেরিটে পেয়ে যাবেন। পরবর্তীতে কেউ বলতে পারবেন না যে পিছনের পজিশনে হয়েও কেন ভালো বিষয় পেল !!!
আপনি যেভাবে চয়েস দিবেন, ঠিক সেই চয়েস থেকেই আপনাকে বিষয় দেওয়া হবে। তাই পজিশন যেমনই হোক না কেন নিজের পছন্দ কে প্রাধান্য দিবেন। ১ম মেরিট পছন্দের কলেজ ও বিষয় না আসলে আসন খালি সাপেক্ষে পরের মেরিটে পছন্দের ভিত্তিতে পেয়ে যাবেন।
No comments