Dear readers welcome to our website. Dear SSC candidates 2023 batch brothers and sisters, I hope you are doing well and writing well in your SSC exam. We know that your SSC Business Entrepreneurship exam is on 16 May 2023.
So today we are here with your SSC business entrepreneurship MCQ suggestion 2023. Today's SSC Business Entrepreneurship MCQ suggestion is important for you. If you want to get SSC business entrepreneurship MCQ suggestions stay with us and read this article completely. Let's follow these suggestions will benefit you.
SSC Business Entrepreneurship MCQ Suggestion 2023 PDF Download এসএসসি ব্যবসায় উদ্যোগ বহুনির্বাচনি সাজেশন, A aggregate of 20 lakh 72 thousand 163 campaigners will share in this time’s examination. A aggregate of 10 lakh 21 thousand 197 scholars and 10 lakh 50 thousand 966 scholars will share in SSC and original examinations from 11 education boards.
This time, 50,295 campaigners have increased in SSC and original examinations compared to last time. Of these, further than 37,000 campaigners have increased in wisdom. And the number of scholars increased by 38,609. Last time, there were a aggregate of 20 lakh 21 thousand campaigners in SSC and fellow.
১. আইনের দৃষ্টিতে ব্যবসায় হলো-
ক. মুনাফা অর্জনের জন্য পরিচালিত ব্যবসায়
●. বৈধতার সাথে পরিচালিত ব্যবসায়
গ. সামাজিক উন্নয়নে পরিচালিত ব্যবসায়
ঘ. অর্থনৈতিক উন্নয়নে পরিচালিত ব্যবসায়ক
২. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?
●. মুনাফার আশায়
খ. সম্পদ বৃদ্ধি করতে
গ. ব্যবসায় বাড়াতে
ঘ. কর্মসংস্থান তৈরি করতে
৩. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
ক. প্রয়োজনবোধ
●. অভাববোধ
গ. চাহিদাবোধ
ঘ. দায়বোধক
৪. মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় কেন?
ক. মুনাফা অর্জনের লক্ষ্যে
খ. ব্যবসায়ী হওয়ার লক্ষ্যে
ড়. অভাব পূরণের লক্ষ্যে
ঘ. চাহিদা পূরণের লক্ষ্যে
৫. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
ড়. অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে
খ. অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে
●. সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
ঘ. উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
৭. বিউটি পার্লার একটি-
●. সামাজিক কাজ
খ. সেবামূলক কাজ
ড়. অর্থনৈতিক কাজ
ঘ. ঐতিহ্যগত কাজ
৮. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসি এবং বিউটি পার্লার পরিচালনা-
ক. উৎপাদনমূলক কর্মকাণ্ড
খ. প্রত্যক্ষ সেবা
●. অর্থনৈতিক কর্মকাণ্ড
ঘ. সবকয়টি
৯. মুনাফার আশায় কৃষক কর্তৃক ধান চাষ গণ্য হবে-
ক. সেবা হিসেবে
●. ব্যবসায় হিসেবে
গ .শিল্প হিসেবে
ঘ. বাণিজ্য হিসেবে
১০. ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীকে কোন বিষয়টি বিবেচনায় রাখতে হয়?
●. সেবার মনোভাব
খ. মুদ্রাস্ফীতি
গ. নমনীয়তা
ঘ. সৃজনশীলতা
Business Entrepreneurship MCQ - ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায়
১. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলা হয়?
ক. উদ্যোক্তা
●. উদ্যোগ
গ. শিল্পোদ্যোগ
ঘ. ব্যবসায়
২. কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কর্মকাণ্ড
ক. বিনোদনের উদ্দেশ্যে গান করা
খ. জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
গ. শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
●. ওষধের দোকান
৩. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
●. উদ্যোগ ও উদ্যোক্তা
খ. ব্যবসায় উদ্যোগ
গ. অর্থ
ঘ. কৃষি
৪. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Enterpreneurshep
●. Entrepreneurship
গ. Entrepreneur
ঘ. Extrepreneur
৫. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তাকে বলা হয়-
ক. উদ্যোক্তা
●. ব্যবসায় উদ্যোক্তা
গ. কর্মঠ
ঘ. মালিক
৬. রাকিব একজন শিক্ষিত বেকার। তিনি অন্যের অধীনে চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে?
ক. ঋণ গ্রহণ করতে হবে
খ. মূলধন গঠন করতে হবে
গ. ঝুঁকি গ্রহণ করতে হবে
●. উদ্যোগ গ্রহণ করতে হবে
৭. বাজারে আমের চাহিদা প্রচুর থাকা সত্ত্বেও মামুন কম পরিমাণে আম সরবরাহ করেছেন। এক্ষেত্রে মামুনের কম সরবরাহের কারণ কোনটি?
ক. দূরদৃষ্টির অভাব
খ. মূলধনের অভাব
গ. অভিজ্ঞতার অভাব
●. ঝুঁকি গ্রহণের সাহসিকতার অভাব
৮. আমিনুল ছোটবেলা থেকে কী ভাবতেন?
ক. চাকরি করা
●. নতুন কিছু করা
গ. ব্যবসা করা
ঘ. ড্রাইভার হওয়া
Business Entrepreneurship MCQ - ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায়
১. দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত?
ক. ২ কোটি ৬৭ লক্ষ
খ. ৩ কোটি ৬৭ লক্ষ
গ. ৪ কোটি ৬৭ লক্ষ
●. ৫ কোটি ৬৭ লক্ষ
২. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল?
ক. সরকারি চাকরি
খ. বেসরকারি চাকরি
●. আত্মকর্মসংস্থান
ঘ. আধা-সরকারি চাকরি
৩. বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে কাজের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কী?
ক. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
খ. অর্থনৈতিক পশ্চাৎপদতা
গ. অপরিকল্পিত উন্নয়ন
●. উপরের সবগুলো
৪. বাংলাদেশে গত দু’দশকে চাহিদার তুলনায় কর্মসংস্থানের তেমন সুযোগ হয় নি কেন?
●. অর্থনৈতিক অনগ্রসরতার কারণে
খ. চাকরির প্রতি অনীহা
গ. ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধি
ঘ. কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
৫. হাফিজুর রহমান কত সালে জাহাজে কাজ শুরু করেন?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৯০ সালে
●. ২০০০ সালে
৬. সপ্তাহে হাফিজুর রহমানের জমিতে কী পরিমাণ করলা জšে§?
ক. ৫ মণ
●. ৭ মণ
গ. ৯ মণ
ঘ. ১১ মণ
৭. পতিত জমি চাষের মাধ্যমে কী বৃদ্ধি পায়?
ক. শিল্প
খ. পুঁজি
গ. আয়
●. উৎপাদন
৮. হাফিজ কেন চাকরিতে ইস্তফা দিলেন?
ক. ভালো চাকরি পাওয়ায়
●. বেতন অনেক কম হওয়ায়
গ. কাজ অনেক কঠিন বিধায়
ঘ. অনেক কষ্টের কাজ বিধায়
Business Entrepreneurship MCQ - ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায়
১. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক অংশীদারি
● একমালিকানা
গ সমবায়
ঘ যৌথ মূলধনী
২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়?
ক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে
খ চুক্তি লিখিত না হলে
গ মুনাফা কম হলে
● পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রসুলপুর গ্রামের দরিদ্র গৃহবধূরা নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য একটি সমিতি গঠন করেন। স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে শহরে বিক্রয় করেন। একদিন তাদেরই একজন সদস্য শহরে পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়লে সম্পূর্ণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তীতে সকলে একনিষ্ঠভাবে কাজ করে তাদের উন্নয়নের ধারা বজায় রাখেন।
৩. উদ্দীপকে উল্লিখিত সমিতিটি কোন সমিতির অন্তর্ভুক্ত?
● বিত্তহীন
খ ভূমিহীন
গ ব্যবসায়ী
ঘ কৃষি
৪. উল্লিখিত সমিতিটি সফল হওয়ার কারণ
র. পারস্পরিক আস্থা
রর. সহযোগিতাপূর্ণ মনোভাব
ররর. গণতান্ত্রিক মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫. নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না?
● ১০০
খ ৫০০
গ ১০০০
ঘ ২০০০
৬. শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
● ১৮ বছরের ঊর্ধ্বে
খ ১৯ বছরের ঊর্ধ্বে
গ ২০ বছরের ঊর্ধ্বে
ঘ ২১ বছরের ঊর্ধ্বে
৭. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? (জ্ঞান)
ক জনকল্যাণ
খ সামাজিক কল্যাণ
● মুনাফা অর্জন
ঘ কর্মসংস্থান
৮. মুনাফা অর্জনের উদ্দেশ্য বিভিন্ন প্রকার পণ্য-দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
● ব্যবসায়
খ শিল্প
গ বাণিজ্য
ঘ প্রত্যক্ষ সেবা
৯. ব্যবসায় কী ধরনের কর্মকাণ্ডের সমষ্টি? (জ্ঞান)
ক উৎপাদনমূলক
খ বণ্টনমূলক
● বৈধ অর্থনৈতিক
ঘ সকল অর্থনৈতিক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০. ব্যবসায়ের আওতাভুক্ত হলো- (অনুধাবন)
র. পণ্যদ্রব্য উৎপাদন করা
রর. পণ্যদ্রব্য বণ্টন করা
ররর. পণ্যদ্রব্য ভোগ করা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
Business Entrepreneurship MCQ - ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায়
১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
ক উৎপাদন
খ বাজারজাতকরণ
গ মুনাফা অর্জন
● চুক্তি
২. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
● মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
খ পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
গ ঝুঁকি এড়ানোর জন্য
ঘ প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার শনির আখড়ার বাসিন্দা জনাব হাবিব একটি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত পণ্য বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেন। মাল আনয়নের ঝুঁকি এড়ানোর জন্য একটি বিমা করা হয়।
৩. উদ্দীপকে কে বিমাগ্রহীতা হবেন?
ক উৎপাদনকারী
● সরবরাহকারী
গ আমদানিকারক
ঘ বন্দর কর্তৃপক্ষ
৪. উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে-
র. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে
রর. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে
ররর. ক্ষতিপূরণ পাবার নিশ্চয়তা থাকবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
ক প্রচুর মুনাফা
খ অধিক বিনিয়োগ
● মানসম্মত পণ্য বিক্রয়
ঘ কঠোর তদারকি
৬. বাংলাদেশে মেধাসম্পদ দিবস কত তারিখে পালিত হয়?
ক ২৬ মে
● ২৮ এপ্রিল
গ ২৭ এপ্রিল
ঘ ২৬ এপ্রিল
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ফয়সাল বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চ ডুবিতে মারা গেল। একটি বিমা কোম্পানি তার পূর্বে গৃহীত বিমা পলিসি বাবদ ১০ লক্ষ টাকা পরিশোধ করায় তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা লাঘব হয়।
৭. মি. ফয়সাল এর গৃহীত বিমা কোনটি?
ক দুর্ঘটনা বিমা
খ নৌ বিমা
● জীবন বিমা
ঘ বিশ্বস্বতা বিমা
৮. মি. ফয়সালের বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
র. এটি ক্ষতিপূরণের চুক্তি
রর. এটি সবচেয়ে জনপ্রিয়
ররর. মৃত্যু না হলেও অর্থ পাবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৯. মানুষ ব্যবসায় করে কেন? (অনুধাবন)
ক সুনাম বৃদ্ধির জন্য
● জীবিকা অর্জনের জন্য
গ ক্ষমতা লাভের জন্য
ঘ ঝুঁকি গ্রহণের জন্য
১০. সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা কী হতে হয়? (জ্ঞান)
ক শুধু স্বীকৃত
খ শুধু বৈধ
● স্বীকৃত ও বৈধ
ঘ আইনের দরকার হয় না
Business Entrepreneurship MCQ - ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায়
১. নেতৃত্বের প্রকারভেদ কয়টি?
ক ২
খ ৩
● ৪
ঘ ৫
২. ব্যবস্থাপনা হলো-
ক ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল
খ উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেওয়া
● কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
ঘ বাজারের চাহিদা যাচাইয়ের জন্য পদক্ষেপ গ্রহণ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
“ধানসিড়ি ডিপার্টমেন্টাল স্টোর” স্থাপনের পূর্বে জনাব তাহসিন কতকগুলো অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন- কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কীভাবে হবে ইত্যাদি। এতে তার বিভিন্ন কর্মকাণ্ডে সময় ক্ষেপণ কম হয়। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছেন।
৩. “ধানসিড়ি ডিপার্টমেন্টাল স্টোর” স্থাপনের পূর্বে জনাব তাহসিনের কাজটি নিম্নের কোনটির সাথে সংগতিপূর্ণ?
● পরিকল্পনা
খ বাজার চাহিদা
গ প্রকল্প নির্বাচন
ঘ সংগঠন
৪. ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে তাহসিনের পদক্ষেপটি-
র. লক্ষ্য অর্জনের সহায়ক হবে
রর. কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে
ররর. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটাবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. ব্যবস্থাপনার ১ম কাজ কোনটি?
ক কর্মীসংস্থান
● পরিকল্পনা
গ সংগঠিতকরণ
ঘ নির্দেশনা দান
৬. বদমেজাজী ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত?
ক নির্দেশনা দান
● কর্মীসংস্থান
গ নিয়ন্ত্রণ
ঘ সংগঠিতকরণ
৭. সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? [স. বো. ’১৫]
ক নিজস্ব তহবিল
খ আত্মীয়স্বজন
● বাণিজ্যিক ব্যাংক
ঘ কৃষি ব্যাংক
৮. মানবসভ্যতার ক্রমবিকাশের সাথে নিচের কোনটির সহ-সম্পর্ক রয়েছে? (জ্ঞান)
ক মানবসম্পদের
● ব্যবস্থাপনার উৎপত্তির
গ পরিকল্পনার
ঘ নিয়ন্ত্রণের
৯. শুরুতে ব্যবস্থাপনা কোন ভিত্তিক ছিল? (জ্ঞান)
ক সমাজ খ রাষ্ট্র
● পরিবার
ঘ ব্যক্তিক
১০. সভ্যতার বিকাশের সাথে সাথে ব্যবস্থাপনার কী বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)
● ক্ষেত্র
খ সীমাবদ্ধতা
গ নবায়ন
ঘ সুবিধা
SSC Business Entrepreneurship MCQ 2023 PDF
আরও কিছু V.V.I সাজেশন
এসএসসি ব্যবসায় উদ্যোগ mcq টেস্ট
১. মালিকানাসংক্রান্ত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান?
ক. পরিবহন
খ. ব্যাংকিং
গ. পণ্য বিনিময়
ঘ. গুদামজাতকরণ
২. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে
ঘ. প্রাগৈতিহাসিক যুগে
৩. যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজে মূল্যবান ও অনুকরণীয় বলে মনে করে, তাকে কী বলে?
ক. নৈতিকতা
খ. মূল্যবোধ
গ. সততা
ঘ. দায়বদ্ধতা
৪. কী কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে?
ক. জলবায়ুর পরিবর্তন
খ. অধিক মূলধনের জন্য
গ. শ্রমিকের সংখ্যাধিক্য
ঘ. নিজের প্রতি অত্যধিক বিশ্বাস
৫. কোন পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে?
ক. চলতি
খ. স্থায়ী
গ. নিজস্ব
ঘ. ঋণ
৬. ব্যবসায়ে স্থান নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় আনতে হবে—
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. বাজারজাতকরণের সুবিধা
iii. অবকাঠামোগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. দিন দিন মানুষের কী বাড়ে?
ক. অর্থ
খ. চাহিদা
গ. উপযোগ
ঘ. যোগান
৮. সকল ব্যবসায় কোনো দেশের প্রচলিত….. দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়।
ক. আইন
খ. রাজনীতি
গ. সংস্কৃতি
ঘ. অর্থনীতি
৯. কপিরাইট হলো ব্যবসায় উদ্যোক্তাদের……।
ক. ব্যয়
খ. আয়
গ. দায়
ঘ. সম্পদ
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
লাবিব ও আবির দুই বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। বাংলাদেশে এ ব্যবসায়টির নিবন্ধন বাধ্যতামূলক নয়। তথাপি তারা একটি নিবন্ধন করার ইচ্ছা প্রকাশ করলেন।
১০. দুই বন্ধুর ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. একমালিকানা
গ. সমবায়
ঘ. পাবলিক লিমিটেড
১১. কোনটি পণ্য প্রতীকের বহির্ভূত?
ক. ডিভাইস
খ. ব্র্যান্ড
গ. শিরোনাম
ঘ. মোড়ক
১২. সমবায়ের শাব্দিক অর্থ কী?
ক. একক প্রচেষ্টা
খ. উদ্যোগ
গ. সম্মিলিত উদ্যোগ
ঘ. স্বেচ্ছায়
১৩. মুনাফা অর্জন ব্যবসায় উদ্যোগের কোন ধরনের উদ্দেশ্য?
ক. সাধারণ
খ. প্রধান
গ. সহায়ক
ঘ. গুরুত্বপূর্ণ
১৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
ক. ৫টি
খ. ৩টি
গ. ৭টি
ঘ. ৪টি
১৫. আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু?
ক. এস.এস.সি
খ. এইচ. এস.সি
গ. ডিগ্রি
ঘ. অনার্স
১৬. বাংলাদেশে যেক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য তা হলো-
i. অর্থনৈতিক উন্নয়নে
ii. কর্মসংস্থান সৃষ্টিতে
iii. মুদ্রাস্ফীতিরোধে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. ব্যবসায় সফলতার সাথে পরিচালনার জন্য প্রয়োজন-
i. চলতি মূলধন
ii. স্থায়ী মূলধন
iii. শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৮. ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক কীরূপ?
ক. নিবিড়
খ. খুব নিবিড়
গ. কিছুটা অমিল
ঘ. বিপরীত
১৯. হর্টিকালচার কী?
ক. মৌমাছি পালন
খ. উদ্যান পালন
গ. ফলের চাষ
ঘ. মৎস্য চাষ
২০. বর্তমানে কোন শিল্পের ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়েছে?
ক. কুটির শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
গ. মাঝারি শিল্প
ঘ. বৃহৎ শিল্প
২১. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক. অর্থ
খ. দক্ষতা
গ. আয়
ঘ. বিনিয়োগ
২২. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হলো-
i. জনসংখ্যা বৃদ্ধির দুর্বার গতি
ii. অর্থনীতির অনগ্রসরতা
iii. পরিকল্পনাহীন উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. কর্মীদের জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য?
ক. আমলাতান্ত্রিক
খ. মুক্ত নেতৃত্ব
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. গণতান্ত্রিক
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. সুমন শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকেন।
২৪. মি. সুমনের ব্যবসায়টি কী বলা হয়?
ক. পাইকারি
খ. বিক্রয় প্রতিনিধি
গ. খুচরা
ঘ. মজুতদারি
২৫. বিপণন কার্যাবলিতে মি. সুমনের কাজটি হচ্ছে—
i. ক্রয়-বিক্রয়
ii. তথ্য সংগ্রহ
iii. ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে?
ক. আসবাবপত্র
খ. যন্ত্রপাতি
গ. পেটেন্ট
ঘ. অফিস সরঞ্জাম
২৭. আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠনগুলো কীরূপ?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. সমবায়
ঘ. রাষ্ট্রীয়
২৮. পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কীসের মাধ্যমে?
ক. অংশীদারি ব্যবসায়
খ. যৌথমূলধনী ব্যবসায়
গ. সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
২৯. ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১০’ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান শতকরা কত ভাগ?
ক. ৩৫ ভাগ
খ. ২০ ভাগ
গ. ৩০ ভাগ
ঘ. ১৫ ভাগ
৩০. পণ্যসামগ্রীকে নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা হয়?
ক. প্রমিতকরণ
খ. পর্যায়িতকরণ
গ. গুদামজাতকরণ
ঘ. মোড়কিকরণ
উত্তরগুলো এখানে দেখুন --
No comments