Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

SSC Accounting Suggestion 2023 (PDF)

SSC Accounting Suggestion 2023 (PDF) Dear readers welcome to our website. Dear SSC candidates 2023 batch brothers and sisters, I hope you ar...

SSC Accounting Suggestion 2023 (PDF)

Dear readers welcome to our website. Dear SSC candidates 2023 batch brothers and sisters, I hope you are doing well and writing well in your SSC exam. We know that your SSC Accounting exam is on 22 May 2023.

So today we are here with your SSC Accounting suggestion 2023. Today's SSC Accounting suggestion is important for you. If you want to get SSC Accounting suggestions stay with us and read this article completely. Let's follow these suggestions will benefit you.

SSC Accounting Suggestion 2023 PDF Download এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন, A aggregate of 20 lakh 72 thousand 163  campaigners will  share in this time’s examination. A aggregate of 10 lakh 21 thousand 197  scholars and 10 lakh 50 thousand 966  scholars will  share in SSC and original examinations from 11 education boards.

This time, 50,295  campaigners have increased in SSC and original examinations compared to last time. Of these,  further than 37,000  campaigners have increased in  wisdom. And the number of  scholars increased by 38,609. Last time, there were a aggregate of 20 lakh 21 thousand  campaigners in SSC and  fellow.

It's known that the written examination will be held from 10 am to 1 pm on the  listed day. There will be multiple- choice and  also composition tests. campaigners will have to enter the center 30  twinkles before the  launch of the examination

SSC Accounting Suggestion 2023

Commerce students often look for suggestions on Accounting. Today, through today's article, I will give you Accounting suggestions.

  • SSC Dhaka Board Accounting Suggestion 2023
  • SSC Rajshahi Board Accounting Suggestion 2023
  • SSC Sylhet Board Accounting Suggestion 2023
  • SSC Barisal Board Accounting Suggestion 2023
  • SSC Mymensingh Board Accounting Suggestion 2023
  • SSC Jessore Board Accounting Suggestion 2023
  • SSC Comilla Board Accounting Suggestion 2023
  • SSC Dinajpur Board Accounting Suggestion 2023
  • SSC Chittagong Board Accounting Suggestion 2023

So today we are here with your SSC Accounting suggestion 2023. Today's SSC Accounting suggestion is important for you. If you want to get SSC Accounting suggestions stay with us and read this article completely. Let's follow these suggestions will benefit you.

SSC Accounting Suggestion 2023 - হিসাববিজ্ঞান  সাজেশন ২০২৩


Q 1. সৃজনশীল : জাকি ট্রেডার্সের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ৫,০০,০০০ ইট প্রস্তুত করতে যে খরচগুলো হয় তা নিম্নরূপ:
মাটি ক্রয় ৬,৫০,০০০ টাকা, কয়লা ক্রয় ২,৫০,০০০ টাকা, বহন খরচ ১,২০,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১,৮০,০০০ টাকা, ইটখোলার ভাড়া ১,০০,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২৫,০০০ টাকা, অফিস ভাড়া ২৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৩৫,০০০ টাকা।

ক. জাকি ট্রেডার্সের মুখ্য ব্যয় নির্ণয় কর।
খ. জাকি ট্রেডার্সের মোট ব্যয় নির্ণয় কর।
গ. মোট ব্যয়ের ওপর ২০% লাভ ধরে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য নির্ণয় কর।

Q 2. সৃজনশীল : জহি এন্টারপ্রাইজের ২০১৭ সালের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
হাতে নগদ (১-১-১৭) ৩০,০০০ টাকা, দেনাদার ৫০,০০০ টাকা, গৃহীত ঋণ ৭০,০০০ টাকা, শিক্ষানবিশ ভাতা ২০,৫০০ টাকা, প্রদেয় বিল ১১,০০০ টাকা, বেতন ৪৭,০০০ টাকা, মজুদ পণ্য (১-১-১৭) ৩০,০০০ টাকা, মূলধন ৭৪,৭০০ টাকা, অগ্রিম মজুরি ১২,০০০ টাকা, মজুদ পণ্য (৩১-১২-১৭) ৪০,০০০ টাকা, বিক্রয় ২,৮০,০০০ টাকা, ক্রয় ৮০,০০০ টাকা, নগদ তহবিল ৪২,৫০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১,৭০,০০০ টাকা, কর ও অভিকর ৬,৭০০ টাকা, পাওনাদার ৬৫,০০০ টাকা, আন্তফেরত ১২,০০০ টাকা।

ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে রেওয়ামিল প্রস্তুত কর।


Q 3. সৃজনশীল : জনাব বিপল ১৫,০০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসিক ৬,০০০ টাকা পান। ২০১৪ সালের ১ জানুয়ারি তার পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
নগদ তহবিল ৩০,০০০ টাকা, বাড়িঘর ৫,০০,০০০ টাকা, বিনিয়োগ ৬০,০০০ টাকা, বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৯০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা।

ক. জনাব বিপ্লবের পারিবারিক তহবিলের পরিমাণ কত?
খ. বছর শেষে জনাব বিপলের পরিবারের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত/ঘাটতি নির্ণয় কর।

Q 4. সৃজনশীল : জনাব ফিরো তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৬ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। উক্ত বছরে তিনি আরও ৩০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে মোট ১৫,০০০ টাকা তিনি উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখ তার ব্যবসায়ে নিম্বোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল:

নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, দেনাদার ৩০,০০০ টাকা, মজুদ পণ্য ৭০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২০,০০০ টাকা ও পাওনাদার ২৫,০০০ টাকা।

ক. জনাব ফিরোর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব ফিরোর সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. ২০১৬ সালে জনাব ফিরোর ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।

Q 5. সৃজনশীল : সাম প্রিন্টার্সের ৫,৫০০ টি ডায়েরি প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ:
প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য ৬০ টাকা, বিল আদায় খরচ দরপত্র মূল্যের ২%, আপ্যায়ন খরচ ১০,০০০ টাকা, কাগজ ক্রয় ৮০,০০০ টাকা, কালি ক্রয় ২৫,০০০ টাকা, আঠা ও সুতা ক্রয় ৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, কারখানার ভাড়া (এক-চর্তুাংশ) ১০,০০০ টাকা, কারখানার বিদ্যুৎ খরচ (৪০%) ৮,০০০ টাকা।

ক. মুখ্য ব্যয় কত?
খ. প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত?
গ. প্রতিটি ডায়েরির লাভ-ক্ষতি নির্ণয় কর।

Q 6. সৃজনশীল : সাজি অ্যান্ড কোং সমাপ্ত বছরে ২,০০,০০০ ইট প্রস্তুত করে। ইট প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ :
বিজ্ঞাপন খরচ ৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৮,০০০ টাকা, অফিস ভাড়া ১২,০০০ টাকা, মাটি ক্রয় ২,৫০,০০০ টাকা, মাটি বহন খরচ ৫০,০০০টাকা, শ্রমিকের মজুরি (দুই-পঞ্চমাংশ) ৫০,০০০ টাকা।

ক. পরিচালন ব্যয় কত?
খ. উৎপাদন ব্যয় নির্ণয় কর।
গ. বিক্রয়ের ওপর ২০% মুনাফায় ইটের বিক্রয়মূল্য নির্ধারণ কর।

Q 7. সৃজনশীল : ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে বিল্লা অ্যান্ড সন্সের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ :
হাতে নগদ (১.১.১৭) ২০,০০০ টাকা; দেনাদার ৪০,০০০ টাকা; অফিস সরঞ্জাম ৩,০০,০০০ টাকা; ৮% সরকারি সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা; আন্তঃফেরত ২০,০০০ টাকা; বকেয়া বেতন ২,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৬০,০০০ টাকা; মনিহারি ৪,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২,০০০ টাকা; আসবাবপত্র ১,৪০,০০০ টাকা; স্বল্পমেয়াদি ঋণ ৮০,০০০ টাকা; সুদ প্রাপ্তি ৬০,০০০ টাকা; মূলধন ৬,৬০,০০০ টাকা; ট্রেডমার্ক ৮০,০০০ টাকা; সুনাম ৬০,০০০ টাকা; বিজ্ঞাপন ৬০,০০০ টাকা।

ক. অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় কর।
গ. একটি রেওয়ামিল প্রস্তুত কর।

SSC Accounting Suggestion 2023 PDF


কিছু ছোট প্রশ্ন এবং উত্তর

1. সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হয়- অর্থ সম্পর্কিত ঘটনা।

2. অর্থ সম্পর্কিত ঘটনার দ্বারা প্রভাবিত হয়- আর্থিক অবস্থা।

3, হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা নির্ণয় করে আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ও ফলাফল ।

4. আর্থিক বিবরণী ও প্রতিবেদন থেকে জানা যায়- প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা।

5. লেনদেন লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণের পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞান।

6. হিসাববিজ্ঞানের মাধ্যমে জানা যায়- যাবতীয় আর্থিক কার্যাবলি।

7. বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসাব তথ্যাবলি।

8, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষ জানতে চাই- হিসাব তথ্য।

9, হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করতে প্রয়ােজন- হিসাববিজ্ঞান।

10, হিসাববিজ্ঞানকে বলা হয়- ব্যবসায়ের ভাষা।

11. হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য- লেনদেনগুলাে সঠিকভাবে লেখা।

12. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ ।

13, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করে ৬ জানা যায়- আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা।

14. প্রতিষ্ঠানের কাক্ষিত ফলাফল অর্জন সম্ভব- ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে।

15. হিসাবরক্ষণের মাধ্যমে রােধ করা সম্ভব- প্রতারণা ও জালিয়াতি।

16, ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়- আর্থিক তথ্যাবলি।

17. সেবামূলক অনুমাফাভােগী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল ‘ ইত্যাদি।

18, সরকারের আয়ের উৎস- কর, শুল্ক, ভ্যাট, কাস্টমস ডিউটি।

19, সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনের জন্য প্রয়ােজন- হিসাব সংরক্ষণ।

20. ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রােধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন। সম্ভব- হিসাব সংরক্ষণের মাধ্যমে।

21. হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়- মানবসভ্যতার সূচনালগ্নে।

22. গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখা হতাে- হিসাব।

23. ঘরে দাগ কেটে এবং রশিতে গিঁট দিয়ে রাখা হতাে- ফসল ও মজুদের হিসাব।

24. বিনিময় প্রথার অসুবিধা দূল করার জন্য প্রচলন হয়- মুদ্রার।

25. আধুনিক হিসাববিজ্ঞানের জনক- লুকা প্যাসিওলি।

26. লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ।

27. লুকা প্যাসিওলি হিসাবরক্ষণের জন্য প্রথম বই লিখেন- ১৪৯৪ সালে।

28, হিসাবরক্ষণের মূলনীতিদুতরফা দাখিলা পদ্ধতি।

29, সময়ের পরিবর্তনে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির | সাথে সাথে উন্নতি হয়- হিসাববিজ্ঞানের।

30, হিসাবরক্ষণে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়- কম্পিউটারের যুগে।

31. হিযাব তথ্যের ব্যবহারকারী -২ প্রকার (অভ্যন্তরীণ ও বাহ্যিক)।

32. হিসাববিজ্ঞান হলাে – তথ্য ব্যবস্থা (Information system)।

33. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক।

34, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী – সরকার, পাওনাদর, কর্মচারী ।

35. মালিক ও ব্যবস্থাপক ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নেয়- হিসাব বিবরণী দেখে।


SSC question solution 2023 Math – All education boards


এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ ঢাকা বোর্ড পিডিএফ ডাউনলোড

এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ রাজশাহী বোর্ড পিডিএফ ডাউনলোড 

এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ চট্টগ্রাম বোর্ড পিডিএফ ডাউনলোড 

এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ যশোর বোর্ড পিডিএফ ডাউনলোড 

এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ কুমিল্লা বোর্ড ডাউনলোড পিডিএফ ।

SSC হিসাববিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর ২০২৩ সিলেট বোর্ড pdf download

এস এস সি হিসাববিজ্ঞান সাজেশন সমাধান ২০২৩ বরিশাল বোর্ড  pdf download link

এস এস সি Accounting সাজেশন ২০২৩ দিনাজপুর বোর্ড 

ময়মনসিংহ বোর্ড এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ pdf ডাউনলোড

Conclusion

Of course, I understood how you arranged the SSC Accounting  Suggestion. I hope you pass with good results. Especially here students receive various tips on how to prepare for every exam. Of course, if you attend regularly, you will get these tips. First of all, if you like this article, please share it with your friends so they can get a chance to see it in college too. Study hard and discover new educational collections with us. Thank you

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google NewsFacebook এবং Telegram পেজ)

No comments

Latest Articles