Dear readers welcome to our website. Dear SSC candidates 2023 batch brothers and sisters, I hope you are doing well and writing well in your SSC exam. We know that your SSC Business Entrepreneurship exam is on 16 May 2023.
So today we are here with your SSC General Science suggestion 2023. Today's SSC General Science suggestion is important for you. If you want to get SSC General Science suggestions stay with us and read this article completely. Let's follow these suggestions will benefit you.
SSC General Science Suggestion 2023 PDF Download এসএসসি সাধারন বিজ্ঞান সাজেশন, A aggregate of 20 lakh 72 thousand 163 campaigners will share in this time’s examination. A aggregate of 10 lakh 21 thousand 197 scholars and 10 lakh 50 thousand 966 scholars will share in SSC and original examinations from 11 education boards.
This time, 50,295 campaigners have increased in SSC and original examinations compared to last time. Of these, further than 37,000 campaigners have increased in wisdom. And the number of scholars increased by 38,609. Last time, there were a aggregate of 20 lakh 21 thousand campaigners in SSC and fellow.
It's known that the written examination will be held from 10 am to 1 pm on the listed day. There will be multiple- choice and also composition tests. campaigners will have to enter the center 30 twinkles before the launch of the examination.
Q 1. সৃজনশীল : জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ঔষধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার।
ক. পানির স্ফুটনাংক কাকে বলে?
খ. জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন?
গ. জমিলা খাতুন পুকুরের পাানিকে কীভাবে রান্নার কাজে উপযোগী করেন? ব্যাখ্যা কর।
ঘ. রতন সাহেব তার দুই কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত বিশুদ্ধ করেন? যুক্তিসহ মতামত দাও।
Q 2. সৃজনশীল : মানবদেহের পাম্প যন্ত্র নামে এক গুরুত্বপূর্ণ অঙ্গ বিদ্যমান। যার মাধ্যমে রক্ত সারাদেহে সঞ্চালিত হয়। কিছু রক্তবাহী নালীর মাধ্যমে O2 যুক্ত O2 রিক্ত রক্ত পাম্প যন্ত্রের সাহায্যে দেহের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।
ক. রক্ত কী?
খ. হৃদস্পন্দন কী ব্যাখ্যা কর।
গ. পাম্প যন্ত্রের মাধ্যমে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. O2 যুক্ত O2 রিক্ত রক্ত বহনকারী নালীর পার্থক্য নিরূপণ কর।
Q 3. সৃজনশীল : মিসেস সান্তা সন্তান ধারণে অক্ষম হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার এ সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ পদ্ধতিতে তার ডিম্বাণুর পরিস্ফুটন ঘটান। অপরদিকে মিসেস সান্তার চাচাতো বোন পুত্র সন্তানের আশায় এখন পাঁচ সন্তানের জননী।
ক. ক্রোমোজোম কী?
খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায়?
গ. মিসেস সান্তার ক্ষেত্রে ডাক্তার কোন পদ্ধতি অবলম্বন করলেন- ব্যাখ্যা করলেন।
ঘ. মিতার একই রকম সন্তান হওয়ার ক্ষেত্রে দায়ী কে? পিতা না মাতা-বিশ্লেষণ কর।
Q 4. সৃজনশীল : লোপা দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে চশমা ব্যবহার করে। লোপার মা বলেন তার চশমার ক্ষমতা -0.25D
ক. লেন্স কী?
খ. চশমার ক্ষমতা -2D লতে কী বোঝায়?
গ. লোপার চশমা ব্যবহৃত লেন্স কোন প্রকৃতির? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. লোপার চোখে যে ধরনের ত্রুটি দেখা দিয়েছে তার কারণ ও প্রতিকার ব্যবস্থা বিশেষণ কর।
Q 5. সৃজনশীল : ফারহান ক্লাসে পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা কিছুই ভালো দেখতে পায় না। এজন্য শিক্ষক ওকে সামনের বেঞ্চে বসতে বলেন।
ক. লেন্সের ক্ষমতার এসআই একক কী?
খ. অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কীভাবে বুঝতে পারে?
গ. ফরহানের সমস্যার কারণ ব্যাখ্যা কর।
ঘ. কী ব্যবস্থা গ্রহণ করলে ফারহানের সমস্যার সমাধান হবে? বিশ্লেষণ কর।
Q 6. সৃজনশীল : সুমনের একটি পলিথিন ও মোহনের একটি প্লাস্টিক তৈরির কারখানা আছে। প্লাস্টিক সহজে মাটির সাথে মিশে যায় না। এজন্য মোহন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পচনশীল পাস্টিক সামগ্রী তৈরি করেন?
ক. তন্তু কী?
খ. শীতকালে পশমের তৈরি বস্ত্র ব্যবহার করা আরামদায়ক কেন?
গ. সুমনের কারখানায় গৃহীত প্রক্রিয়াটি রাসায়নিক সমীকরণসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মোহনের আধুনিক প্রযুক্তিতে তৈরি সামগ্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে- বিশেষণ কর।
Q 7. সৃজনশীল : এসিডের নাম শুনলে আমরা ভয়ে কম্পিত হয়ে উঠি। কারণ বর্তমানে এর অপব্যবহারের আমাদের মনে ভয়ের সঞ্চার হয়েছে। কিন্তু প্রত্যহিক জীবনে এসিডের অনেক প্রয়োজনীয়তা আছে।
ক. টুপেস্ট কী?
খ. নির্দেশক বলতে কী বোঝায়?
গ. খাদ্য হজমে উদ্দীপকে উল্লেখিত যৌগির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের যৌগের অপব্যবহার ভয়ের কারণ- বিশ্লেষণ কর।
Q 8. সৃজনশীল : ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সংঘটিত সুনামিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, ভারত ও থাইল্যান্ডসহ অনেক দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এ সুনামিতে প্রায় তিন লাখের মতো মানুষ নিহত হয়।
ক. Tsunami কী?
খ. বৈশ্বিক উষ্ণতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক দুর্যোগ কীভাবে সৃষ্টি হয়- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত দুর্যোগের প্রেক্ষাপট বিশেষণ কর।
Q 9. সৃজনশীল : আরিফের বাবা প্রতিদিন সকালে ৪৫ মিনিট হাঁটেন। আরিফ তার বাবার কাছে হাঁটার কারণ জানতে চাইল। বাবা আরিফকে বললেন আমার শরীরে এমন একটি রোগ হয়েছে, যার একমাত্র চিকিৎসা হচ্ছে সকালে ব্যায়াম এবং নিয়ম মাফিক খাদ্য গ্রহণ করা।
ক. LDL এর পূর্ণনাম কী?
খ. রক্ত জমাট বাঁধা অণুচক্রিকার প্রধান কাজ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লেখিত রোগের লক্ষণগুলো ব্যাখ্যা কর।
ঘ. “নিয়ম-শৃঙ্খলা মেনে চলাই উক্ত রোগ নিয়ন্ত্রণের চাবিকাঠি” বিশেষণ কর।
Q 10. সৃজনশীল : হাবিবা ক্লাসে পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা কিছুই ভালো দেখতে পায় না। এজন্য শিক্ষক তাকে সামনের বেঞ্চে বসান।
ক. লেন্সের ক্ষমতার এস.আই. একক কী?
খ. অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কীভাবে বুঝতে পারে?
গ. হাবিবার সমস্যার কারণ ব্যাখ্যা কর।
ঘ. কী ব্যবস্থা গ্রহণ করলে হাবিবার সমস্যার সমাধান হবে? বিশেষণ কর।
Q 11. সৃজনশীল : হাসেম জানুয়ারির এক সকালে ঘরের বাইরে বের হলো। তার পরনে ছিল পলু পোকা নামক এক প্রজাতির গুটি থেকে তৈরি পোশাক। তাই তার বেশ ঠাণ্ডা লাগছিল।
ক. তন্তু কী?
খ. সুতি বস্ত্র বলতে কী বোঝায়?
গ. হাশেমের পরিধেয় বস্ত্রে ব্যবহৃত তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. হাসেমের কোন ধরনের তন্তুর পোশাক পরার দরকার ছিল? যুক্তিসহ তোমার মতামত দাও।
Q 12. সৃজনশীল : ৫০ কেজি ভরের একটি বস্ত্রর উপর ৫০০ নিউটন বল ক্রিয়া করায় বস্তুটি ত্বরণ প্রাপ্ত হলো এবং একটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসল।
ক. জড়তা কী?
খ. অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন?
গ. বস্তুটির ত্বরণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ বিশেষণ কর।
Q 13. সৃজনশীল : হামিদ নির্দিষ্ট ধাপ অনুসরণ করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন। এটি জীব প্রযুক্তি নামে পরিচিত।
ক. ক্লোনিং কী?
খ. DNA টেস্ট বলতে কী বোঝায়?
গ. হামিদের অনুসৃত ধাপগুলো বর্ণনা কর।
ঘ. ঔষধ শিল্পে উদ্দীপকের উলিখিত প্রযুক্তিটির গুরুত্ব মূল্যায়ন কর।
Q 14. সৃজনশীল : হারাধন একজন লন্ড্রী দোকানদার। তার দোকানে ব্যবহৃত ইস্ত্রিটির গায়ে 200V-1000W লেখা আছে। এখানে V হচ্ছে ভোল্ট এবং W হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
ক. তড়িৎ মুদ্রণ কাকে বলে?
খ. এক কিলোওয়াট ঘণ্টাকে জুলে প্রকাশ কর।
গ. হারাধনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ নির্ণয় কর।
ঘ. প্রতি ইউনিটের মুল্য ৫ টাকা হলে এবং ইস্ত্রিটি দৈনিক ঘণ্টা করে এক মাস ব্যবহার করলে কত বিল হবে নির্ণয় কর।
Q 15. সৃজনশীল : হালিম তার বন্ধুর কাছে ই-মেইল পাঠাল। এরপর সে কম্পিউটারে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল।
ক. ফ্যাক্স কী?
খ. ইন্টারনেট বলতে কী বোঝায়?
গ. হালিমের ব্যবহৃত প্রেরণ কৌশলটি প্রবাহ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. “হালিমের ব্যবহৃত যন্ত্রটি দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ।” উক্তিটির যথার্থতা বিশেষণ কর।
Q 16. সৃজনশীল : মটর সাইকেল দুর্ঘটনায় আজমত পায়ে এবং নান্নু মাথায় আঘাত পায়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে পৃথক পৃথক প্রযুক্তির মাধ্যমে ডাক্তার চিকিৎসা দেন।
ক. ইসিজি কী?
খ. কেমোথেরাপি বলতে কী বোঝায়?
গ. আজমতের চিকিৎসা প্রযুক্তির কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
ঘ. নান্নুর চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল কিন্তু কম ঝুঁকিপূর্ণ- বিশেষণ কর।
Q 17. সৃজনশীল : সুমনের বয়স ১১ বছর। অন্যদিকে সুমনের বাবা তার ১৬ বছরের বড় কন্যাকে বিয়ে দিলেন। কিছুদিন পর সুমনের বড় বোন গর্ভবতী হলো।
ক. টেস্টটিউব বেবি কি?
খ. পাটিপাস জীবন্ত জীবাশ্ম- ব্যাখ্যা কর।
গ. সুমনের কী কী শারীরিক ও মানসিক পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত অবস্থায় বড় বোন কী কী সমস্যার পড়তে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ লেখ।
Q 18. সৃজনশীল : রাজু একটি বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেল। সেখানে সে দেখলো বাইরের দিকে একই তারের সাথে যুক্ত করা কতগুলো ছোট ছোট বাতি এক সাথে জ্বলছে। বাতিগুলোর জন্য কোন আলাদা সুইচ নেই। বাড়ির ভিতরে আবার প্রতিটি বাতি ও পাখার জন্য আলাদা আলাদা সুইচ রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত কালামের অবস্থার মারাত্মক অবনতি ঘটায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার তাৎক্ষণিকভাবে তার একটি এক্সরে করালেন। কালামের এ অবস্থা দেখে তার বাবা ভীষণভাবে ভেঙে পড়লেন এবং বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলেন। এমতাবস্থায় ডাক্তার তাকে এনজিওগ্রাফি দিলেন।
ক. আলট্রাসনোগ্রাফিতে কোন প্রকারের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়?
খ. কেমোথেরাপি বলতে কী বোঝায়?
গ. কালামের রোগ নির্ণয়ের জন্য ডাক্তার যে প্রযুক্তি ব্যবহার করেছেন তার ক্রিয়া-কৌশল ব্যাখ্যা কর।
ঘ. কালাম ও তার বাবার জন্য ভিনড়ব ধরনের প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা মূল্যায়ন কর।
Q 19. সৃজনশীল : ফারহান ক্লাসে পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা কিছু ভালো দেখতে পায় না। এজন্য শিক্ষক তাকে সামনের বেঞ্চে বসান।
ক. লেন্সের ক্ষমতার এস.আই একক কী?
খ. অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কীভাবে বুঝতে পারে?
গ. ফারহানের সমস্যার কারণ ব্যাখ্যা কর।
ঘ. কী ব্যবস্থা গ্রহণ করলে ফারহানের সমস্যার সমাধান হবে? বিশ্লেষণ কর।
Q 20. সৃজনশীল : এবার ঈদে জামাল সাহেব দুটি পাঞ্জাবী কিনেন। একটি পাঞ্জাবী ফাইব্রেয়নের তৈরি। অন্যটি যে তন্তু দিয়ে তৈরি তা অণুবীক্ষণ যন্ত্রের নিচে নলের মতো দেখায় যা এক ধরনের পদার্থ দ্বারা পূর্ণ থাকে।
ক. কটন লিন্ট কাকে বলে?
খ. ফ্রাইং প্যানের হাতল কৃত্রিম পলিমার- ব্যাখ্যা কর।
গ. জামাল সাহেবের প্রথম পাঞ্জাবীটির তৈরিকৃত উপাদানটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উলেখিত পাঞ্জাবী দুটির মধ্যে কোনটি আরামদায়ক হবে? তোমার মতামত দাও।
Q 21. সৃজনশীল : ৩০ কেজি ভরের একটি বস্তুর উপর ৩০০ নিউটন বল ক্রিয়া করার বস্তুটি ত্বরণ প্রাপ্ত হলো এবং একটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসল।
ক. জড়তা কী?
খ. অভিকর্ষ বলকে মহাকর্ষ বলা হয় কেন?
গ. বস্তুটির ত্বরণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ২য় ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ বিশেষণ
কর।
Q 22. সৃজনশীল :নাজনীন সুলতানার বয়স ৪৫ বছর। তার দৈহিক ওজন ৮৫ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। তিনি অত্যন্ত ভোজনরসিক। মোটেই কায়িক শ্রম করেন না। মাঝে মাঝে অসুস্থতায় ভোগেন। ডাক্তার তার BMI মানে পরিবর্তন আনার পরামর্শ দেন।
ক. ব্রাইন কী?
খ. সুষম খাদ্য পিরামিড বলতে কী বোঝ?
গ. নাজনীন সুলতানার BMI নির্ণয় কর।
ঘ. ডাক্তারের পরামর্শ মেনে চলতে তাকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে বিশ্লেষণ কর।
Q 23. সৃজনশীল : মাঝে মধ্যেই বাংলাদেশে মৃদু ও মাঝারী মাত্রার ভুমিকম্প হচ্ছে। এছাড়া আমাদের দেশটি বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। তাই আমাদের সবারই ভূমিকম্প হলে করণীয় এবং তা থেকে রক্ষা পাওয়ার উপায় জেনে রাখতে হবে।
ক. মিসিং লিংক (হৃত-যোজক) কী?
খ. এসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত দুর্যোগটি ঘটার কারণ ব্যাখ্যা কর।
ঘ. দুর্যোগটি ঘটলে করণীয় ও রক্ষা পাওয়ার উপায় বিশেষণ কর।
Q 24. সৃজনশীল : রহিমা বেগম বাড়ির পাশের পুকুরের ঘোলা পানি বিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করেন। রতন বাবু পানি বোতলজাতকরণ কারখানায় ও ঔষধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত করে ব্যবহার করেন।
ক. পানির স্ফুটনাঙ্ক কত?
খ. জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙ্গে যায় না কেন?
গ. রহিমা বেগমের বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. রতন বাবুর দুই কারখানায় ব্যবহৃত পদ্ধতি তুলনা কর।
Q 25. সৃজনশীল : তানিশা কিছুদিন যাবৎ পেটের ব্যথায় ভুগছে। অন্যদিকে তার বাবার বুকের ব্যথা। তাই সে বাবাসহ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে একটি পরীক্ষা করতে বললেন। পরীক্ষাটিতে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়। তার বাবাকেও একটি পরীক্ষা করতে বললেন, সেটি তরঙ্গের মাধ্যমে করা হয়।
ক. এক্স-রে কী?
খ. এন্ডোস্কোপি কেন করা হয়?
গ. তানিশার রোগ শনাক্তকরণের জন্য পরীক্ষাটি কীভাবে করা হয়?
ঘ. উদ্দীপকে উল্লে খিত পরীক্ষা দুটিই কি হৃদরোগ শনাক্তকরণে
নির্ভরযোগ্য পদ্ধতি বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
No comments