SSC Finance & Banking Suggestion 2023 SSC Finance & Banking Suggestion 2023 PDF Download এসএসসি ফিন্যান্স এবং ব্যাংকিং সাজেশন, A ag...
|
SSC Finance & Banking Suggestion 2023 |
SSC Finance & Banking Suggestion 2023 PDF Download এসএসসি ফিন্যান্স এবং ব্যাংকিং সাজেশন, A aggregate of 20 lakh 72 thousand 163 campaigners will share in this time’s examination. A aggregate of 10 lakh 21 thousand 197 scholars and 10 lakh 50 thousand 966 scholars will share in SSC and original examinations from 11 education boards.
This time, 50,295 campaigners have increased in SSC and original examinations compared to last time. Of these, further than 37,000 campaigners have increased in wisdom. And the number of scholars increased by 38,609. Last time, there were a aggregate of 20 lakh 21 thousand campaigners in SSC and fellow.
It's known that the written examination will be held from 10 am to 1 pm on the listed day. There will be multiple- choice and also composition tests. campaigners will have to enter the center 30 twinkles before the launch of the examination.
SSC Finance & Banking Suggestion 2023
Commerce students often look for suggestions on finance banking. Today, through today's article, I will give you finance and banking suggestions.
- SSC Dhaka Board finance and banking Suggestion 2023
- SSC Rajshahi Board finance and banking Suggestion 2023
- SSC Sylhet Board finance and banking Suggestion 2023
- SSC Barisal Board finance and banking Suggestion 2023
- SSC Mymensingh Board finance and banking Suggestion 2023
- SSC Jessore Board finance and banking Suggestion 2023
- SSC Comilla Board finance and banking Suggestion 2023
- SSC Dinajpur Board finance and banking Suggestion 2023
- SSC Chittagong Board finance and banking Suggestion 2023
So today we are here with your SSC finance and banking suggestion 2023. Today's SSC finance and banking suggestion is important for you. If you want to get SSC finance and banking suggestions stay with us and read this article completely. Let's follow these suggestions will benefit you.
SSC Finance & Banking Suggestion 2023 PDF
|
SSC Finance & Banking Suggestion 2023 |
|
SSC Finance & Banking Suggestion 2023 PDF |
|
ফিন্যান্স এবং ব্যাংকিং সাজেশন ২০২৩ |
|
এসএসসি ফিন্যান্স এবং ব্যাংকিং সাজেশন ২০২৩ |
SSC Finance & Banking Suggestion 2023 PDF - ফিন্যান্স এবং ব্যাংকিং সাজেশন ২০২৩
Q 1. Adnan wants to open a charity hospital in his village Chadpur after 5 years. For this purpose deposit 7,00,000 rupees at 12% compound interest in Padma Bank and 5,00,000 rupees at 10% monthly compound interest in Meghna Bank. - আদনান 5 বছর পর তার গ্রাম চাদপুরে একটি দাতব্য হাসপাতাল খুলতে চান। এই উদ্দেশ্যে পদ্মা ব্যাংকে 12% চক্রবৃদ্ধি সুদে 7,00,000 টাকা এবং মেঘনা ব্যাংকে 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে 5,00,000 টাকা জমা দিন।
A. What is the time value of money? - অর্থের সময়মূল্য কী?
B. Explain the concept of Rule 72. - Rule ৭২ ধারণাটি ব্যাখ্যা কর।
C. How much money will you get from Meghna Bank at the end of the term? - মেয়াদ শেষে মেঘনা ব্যাংক হতে কত টাকা পাবেন?
D. How much money can he spend to set up a charity hospital? - দাতব্য চিকিৎসালয় স্থাপনে তিনি মোট কত টাকা ব্যয় করতে পারবেন?
Q 2. Siam & Co.'s 10% debenture of Rs.2,00,000 consists of 12% preference shares of Rs.3,00,000 and ordinary shares of Rs.3,00,000. This year the declared dividend per share is Rs.20 which is expected to grow at the rate of 3% tax. Rate is 30%. - সিয়াম এন্ড কোং এর ২,০০,০০০ টাকার ১০% ঋণপত্র ৩,০০,০০০ টাকার ১২% অগ্রাধিকার শেয়ার এবং ৩,০০,০০০ টাকার সাধারণ শেয়ার নিয়ে গঠিত। এই বছর প্রতি শেয়ারে ঘোষিত লভ্যাংশ ২০ টাকা যা ৩% হারে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে কর। হার ৩০%।
A. What does the word cost mean? - Cost শব্দের অর্থ কী?
B. Why is capital expenditure determined? - মূলধন ব্যয় কেন নির্ধারণ করা হয়?
C. What is Arman & Co.'s cost of common stock? - সিয়াম এন্ড কোং এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
D. Find the average cost of capital of the company. - উক্ত কোম্পানীর গড় মূলধন ব্যয় নির্ণয় কর।
Q 3. Bangladesh Bank is continuously working to provide a strong and strong foundation to the economy of this country. By innovating new banking products and services and implementing them, it is also playing a role in improving the standard of living of the people. - বাংলাদেশ ব্যাংক এদেশের অর্থনীতিতে একটি সুদৃঢ় ও মজবুত ভিত্তি দানের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। নতুন নতুন ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবন এবং সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মানোনড়বয়নেও ভূমিকা রাখছে।
A. Who is the head of Bangladesh Bank? - বাংলাদেশ ব্যাংকের প্রধান কে?
B. What is the difference between government notes and bank notes? - সরকারি নোট ও ব্যাংক নোটের পার্থক্য কি?
C. Briefly explain the objectives of Bangladesh Bank. - বাংলাদেশ ব্যাংক যেসব উদ্দেশ্য নিয়ে গঠিত তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
D. Evaluate the rationale of calling the central bank the banker of all banks. - কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের ব্যাংকার বলার যৌক্তিকতা মূল্যায়ন কর।
Q 4. Adi is a businessman. He decided that he would open an account in the bank. He went to Binab Bank and got an idea of their facilities and opened a bank account of his choice. - আদি একজন ব্যবসায়ী। তিনি সিদ্ধান্ত নিলেন যে, তিনি ব্যাংকে একটি হিসাব খুলবেন। তিনি বিনব ব্যাংকে গিয়ে তাদের সুবিধা সম্পর্কে ধারণা নেন এবং পছন্দমতো একটি ব্যাংক হিসাব খুললেন।
A. What is the check? - চেক কী?
B. Explain why spotted checks are safer. - দাগকাটা চেক কেন অধিক নিরাপদ ব্যাখ্যা কর।
C. Explain the benefits of opening an account for Adil. - আদি জন্য কোন হিসাব খোলা সুবিধাজনক ব্যাখ্যা কর।
D. What will he consider in opening a bank account - give your opinion. - ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তিনি কোন কোনবিষয় বিবেচনা করবেন- মতামত দাও।
Q 5. Seem is in 11th standard. That saves some money every day by reducing pocket expenses. He also earns from tuition. He is thinking of opening a bank account. - সীম একাদশ শ্রেণীতে পড়ে। যে প্রতিদিন পকেট খরচ কমিয়ে কিছু টাকা জমা করে। পাশাপাশি টিউশনি করেও আয় করে। সে একটি ব্যাংক হিসাব খোলার চিন্তা করছে।
A. What is the full form of ATM? - ATM এর পূর্ণরূপ কি?
b. Describe permanent accounts. - স্থায়ী হিসাবের বর্ণনা দাও।
c. Explain which account SIM will open as a student. - ছাত্র হিসাবে সীম কোন হিসাব খুলবে ব্যাখ্যা কর।
d. Explain the process of opening a bank account. - ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া ব্যাখ্যা কর।
Q 6. যমুনা ট্রেডিং ৫,০০,০০০ টাকার পেপারস মেশিনারি জার্মানি থেকে আমদানি করে। মেশিনগুলো ৫ বছর মেয়াদি এবং এদের বাৎসরিক অবচয় ১,০০,০০০ টাকা। আগামী ৫ বছর মেশিনগুলো থেকে প্রাপ্য
নিট মুনাফা নিম্নরূপ:
৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা, ৮০,০০০ টাকা ও ৯০,০০০ টাকা।
ক. মূলধন বাজেটিং এর জনপ্রিয় পদ্ধতি কোনটি?
খ. মূলধন বাজেটিং অনুমাননির্ভর কেন?
গ. যমুনা ট্রেডিং এর গড় মুনাফা হার নির্ণয় কর।
ঘ. যমুনা ট্রেডিং এর প্লেব্যাক সময় নির্ণয় কর।
Q 7. একটি কোম্পানি মোট মূলধন ১০০ কোটি টাকা। এর মধ্যে ৫০ টাকা মূল্যের সাধারণ শেয়ার ৪০ কোটি, ১০% অগ্রাধিকার শেয়ার ৪০ কোটি, প্রতিটি অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ৫০ টাকা। অবশিষ্ট ১২% ঋণ মূলধন। করের হার ৩০%। এ বছর সাধারণ শেয়ারে ৫ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়। এবং তা প্রতি বছর ৫% বৃদ্ধি পাবে।
ক. মূলধন ব্যয় কী?
খ. সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই কেন?
গ. কোম্পানির সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় কর।
ঘ. কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় কর।
Q 8. জনাব সোহাগ তার পরিবারের মূল্যবান দ্রব্যাদি অর্থাৎ গহনা ব্যাংকে সংরক্ষণ করেছেন এবং বর্তমানে তিনি বাড়ি ভাড়ার দায়িত্বও ব্যাংকের কাছে অর্পণ করেন। নির্দিষ্ট ফিসের মাধ্যমে ব্যাংক তার এসব কাজ করে।
ক. দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্বশর্ত কী?
খ. ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. ব্যাংক জনাব সোহাগের জন্য কোন ধরনের কাজ করছে? বর্ণনা কর।
ঘ. জীবনযাত্রার মানোন্নয়নে জনাব সোহাগের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
Q 9. রায়হান সাহেব একটি ব্যাংকের ডেপুটি গভর্নর। তিনি বলেন, তার ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে পরিচিত। ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন ইত্যাদির কাজও করে থাকে।
ক. দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম কী?
খ. নিকাশ ঘরের কাজ কী?
গ. উদ্দীপকে কোন ব্যাংকের কথা বলা হয়েছে? তার বর্ণনা কর।
ঘ. উক্ত ব্যাংকটিকে সরকারের ব্যাংক বলার যৌক্তিকতা নিরূপণ কর।
Q 10. জনাব আদনান একজন দক্ষ ব্যবসায়ী। তিনি সাধারণত নগদে পণ্য কেনাবেচা করেন। ব্যবসায়ের আয়তনও বেড়ে যাওয়ায় সম্প্রতি পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তাকে বড় অংকের টাকা বহন করতে হয়। সেই জন্য তিনি ব্যাংকে হিসাব খোলার কথা ভাবছেন।
ক. ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক কিসের?
খ. কোন চেক অধিকতর নিরাপদ? ব্যাখ্যা কর।
গ. জনাব আদনানের জন্য কোন ধরনের হিসাব খোলা উপযোগী হবে? তা বর্ণনা কর।
ঘ. জনাব আদনানের নগদে ও চেকে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনটি অধিকতর উপযোগী বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
Q 11. জনাব হাসানুর আমদানি ও রপ্তানিকারক। সকল আন্তর্জাতিক লেনদেন ব্যাংকের মাধ্যমে করে।
ক. LC কী?
খ. মুদ্রা ও ব্যাংকের মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা কর।
গ. জনাব হাসানুরের মতো আমদানিকারকের পক্ষে ব্যাংক কী কী কাজ করে থাকে?
ঘ. ব্যাংক ছাড়া আমদানি রপ্তানি ব্যবসায় সম্ভব নয়, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
Q 12. জনাব বকী বিল্লা সাহেবের সোনালী ব্যাংকের সাথে এমন সম্পর্ক রয়েছে, যাতে তিনি নগদ অর্থ জমা, উত্তোলন ও প্রয়োজনে ঋণ নিতে পারেন।
ক. গারনিশি অর্ডার কী?
খ. ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা প্রয়োজন কেন?
গ. কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী সোনালী ব্যাংক কোন ধরনের ব্যাংক- বর্ণনা কর।
ঘ. জনাব বকী বিল্লা ও সোনালী ব্যাংকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? বিশ্লেষণ কর।
Q 13. রাজিব ট্রেডার্স অর্থের প্রয়োজন মিটানোর জন্য বিভিনড়ব উৎস হতে তহবিল সংগ্রহ করে। তবে উৎস নির্বাচনের ক্ষেত্রে উৎসের সুবিধা অসুবিধা বিবেচনা করা প্রয়োজন। কেননা একক ধরনের প্রকল্প ও প্রয়োজনের ক্ষেত্রে উৎসের ভিনড়বতা থাকা প্রয়োজন।
ক. দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি কোনটি?
খ. বাণিজ্যিক পত্র বলতে কী বুঝায়?
গ. তহবিলের উৎস নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তহবিল সংগ্রহের ক্ষেত্রে রাজিব ট্রেডার্স কতটা সঠিক বিশ্লেষণ কর।
Q 14. জনাব জামাল ৫ বছর পর ১,০০,০০০ টাকা পাবার আশায় জনতা ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চায়। জনতা ব্যাংক তাকে ১০% হারে মুনাফার প্রস্তাব দিয়েছে। অপরদিকে সোনালী ব্যাংকে ১০% মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
ক. বাট্টাকরণ প্রক্রিয়া কী?
খ. বার্ষিক বৃত্তি বা ভোক্তা ঋণ বলতে কী বুঝায়?
গ. জনাব জামালের ৫ বছর পর ১,০০,০০০ টাকা পেতে হলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে?
ঘ. জনাব জামা্লের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে দেখাও।
Q 15. আলি অ্যান্ড সন্স একটি প্রকল্পে ১৫,০০,০০০ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্প থেকে প্রম তিন বছর প্রাক্কলিত আয় যথাক্রমে ৪,০০,০০০ টাকা; ৬,০০,০০০ টাকা এবং ৮,০০,০০০ টাকা। অন্যান্য চলতি খরচ প্রতি বছর আয়েল ৩৫% এবং কর ৩০% অনুমান করা হয়।
ক. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে কি বলে?
খ. প্রতিস্থাপন ও আধুনিকায়ন কী?
গ. আলি এন্ড সন্স এর গড় মুনাফার হার নির্ণয় কর।
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে আলি এন্ড সন্স কীভাবে লাভবান হতে পারে বলে তুমি মনে কর?
Q 16. রাফিক এন্ড সন্স এর মোট মূলধন ২৫ কোটি টাকা। যার মধ্যে ২০ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন ১৫ কোটি টাকা ৮% অগ্রাধিকার শেয়ার মূলধন ১০ কোটি টাকা এবং অবশিষ্ট ১০% ঋণ মূলধন। কোম্পানি শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতিবছর ১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মুনাফার একটি বড় অংশ অন্যত্র বিনিয়োগ করে।
ক. কোন শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না?
খ. ঋণ মূলধন ব্যয় থেকে অগ্রাধিকার শেয়ার এর ব্যয় আলাদা কেন?
গ. উদ্দীপকের কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের কোম্পানি কেন মুনাফার একটি অংশ অন্যত্র বিনিয়োগ করে? বিশ্লেষণ কর।
Q 17. চাকুরিজীবী সোহাব তার জমানো টাকা দিয়ে প্রাথমিক শেয়ার ক্রয় করেন। মাঝে মধ্যে তিনি মাধ্যমিক শেয়ারও ক্রয় করে থাকেন। বছর শেষে তিনি কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণের চিঠি পান। এমনকি তিনি পরিচালনা পর্ষদেও নির্বাচন করতে পারবেন।
ক. কোম্পানি তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কী?
খ. বিনিয়োগের হাতিয়ার হিসেবে বন্ড বেশি পরিচিতি পায়নি কেন?
গ. উদ্দীপকের সোহাব কোন ধরনের কোম্পানিতে শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব সোহাবের এ ধরনের শেয়ার ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন কর।
Q 18. জনাব আসাস নিজের কর্মসংস্থানের জন্য স্থানীয় বাজারে একটি মুদি দোকান দেন। ব্যবসায় ভালো হওয়ায় এখন সে ব্যবসায়ের পরিসর বৃদ্ধির কথা ভাবছে।
ক. অর্থায়ন কী?
খ. ব্যবসায় অর্থায়নের গুরুত্ব লেখ।
গ. জনাব আসাস এর ব্যবসায়ে অর্থায়নের ধরন কীরূপ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ব্যবসায়ীর ব্যবসায় সম্প্রসারণের পক্ষে যুক্তি দেখাও।
Q 19. প্রাচীন কালের মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্যের বিনিময় প্রথার উদ্ভব করে। পরবর্তীতে পোড়ামাটি, তামা, রূপা, সোনা ইত্যাদির মাধ্যমেও বিনিময় করত। এতে বিভিন্ন অসুবিধা দেখা দেওয়ায় কাগজী মুদ্রার আবির্ভাব ঘটে।
ক. মুদ্রা কী?
খ. বিনিময় প্রা ব্যাখ্যা কর।
গ. মুদ্রার ব্যবহার কীভাবে দ্রব্য বিনিময়কে সহজ ও সাবলীল করেছে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
Q 20. জনাব রাসেল “ক ব্যাংক” কুমিল্লা শাখার একজন ব্যবস্থাপক। তিনি ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে ভূমিকা রাখেন। যদিও তার ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। তথাপি ব্যাংক বহুবিধ কার্যক্রম সম্পাদনের মাধ্যমে দেশের সার্বিক কার্যসম্পাদনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক. বেসরকারি ব্যাংকের সর্বনিু পদের নাম কী?
খ. ব্যাংকের তারল্যনীতি ব্যাখ্যা কর।
গ. সরকার ও রাষ্ট্রের উদ্দেম্য বাস্তবায়নে ব্যাংক কী করে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংকের উদ্দেশ্য কী মুনাফাভিত্তিক নাকি আর্থ-সামাজিক উন্নয়নের সাথেও সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
Q 21. জনাব সাজু একজন আমদানি রপ্তানিকারক। বর্তমানে অর্থ সংকট দেখা দেয়ায় তিনি বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হন। ব্যাংক হতে আর্থিক সহায়তা পেয়ে তিনি ব্যবসায় চালিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জনে সক্ষম হন।
ক. ব্যবসায়-বাণিজ্য স্থাপন ও সম্প্রসারণে কিসের প্রয়োজন দেখা দেয়?
খ. বিনিময় বিল বাট্টাকরণ বলতে কী বুঝ?
গ. জনাব সাজু বাণিজ্যিক ব্যাংক কিভাবে সহায়তা করেছে? ব্যাখ্যা কর।
ঘ. বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে ও সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের অবদান কতটুকু মূল্যায়ন কর।
Q 22. ‘গ’ ব্যাংক ৩০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্যবসায় শুরু করে। সম্প্রতি ব্যাংকটি রিয়েল স্টেট খাতে প্রচুর বিনিয়োগের ফলে নগদ অর্থের সংকটে পড়ে। গ্রাহকের বড় অংকের চেকের টাকা পরিশোধে সমস্যায় পড়ে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়।
ক. সুনাম কী?
খ. ব্যাংক ও ব্যাংকিং-এর মধ্যে পার্থক্য দেখাও।
গ. ‘গ’ ব্যাংক কোন দুটি নীতি যথাযথ সমন্বয় করতে পারেনি? ব্যাখ্যা কর।
ঘ. বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কী কী ভূমিকা পালন করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
Q 23. রাশ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মালিক রাশু ব্যবসায়ের কারণে নিকটস্থ ব্যাংকে একটি হিসাব খোলেন। পরবর্তীতে রাশ ই-ব্যাংকিং এর সুবিধা গ্রহণ করেন।
ক. ATM এর পূর্ণরূপ কী?
খ. চেকে দাগ কাটা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব রাশ ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব রাশ এর ই-ব্যাংকিং সুবিধা গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।
Q 24. মিহা সাহেব একজন সরকারি চাকরিজীবী ছিলেন। ২৫ চাকুরি করার পর তিনি অবসরে চলে যান। নিজের অবসরের প্রাপ্ত টাকা ও আত্মীয়- স্বজনের কাছ থেকে ধার নিয়ে ব্যবসায় পরিচালনা করছেন। তার প্রত্যাশা ব্যবসায়ে ভালো করা এবং ভবিষ্যতে উৎপাদনকারী ব্যবসায় খুলবেন।
ক. সরকারি অর্থায়ন কী?
খ. তারল্য বনাম মুনাফা নীতিটি- ব্যাখ্যা কর।
গ. মিহা সাহেবের স্বতঃস্থূত অর্থায়নের উৎস কোনটি ব্যাখ্যা কর।
ঘ. মিহা সাহেবের একাধিক ব্যবসায় সম্প্রসারণের নীতিটি সমর্থনযোগ্য মতামত দাও।
Q 25. আশুগঞ্জের হোসেন এন্ড সন্স সার ও সিমেন্টের ডিলার এবং সরবরাহকারী হিসেবে ব্যবসায় করছে। মৌলবাজারের প্রেরমা এন্টারপ্রাইজের নিকট ৫,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে, নগদ টাকার পরিবর্তে একটি দলিল গ্রহণ করল। দলিলটির মাধ্যমে ৩ মাস পর অর্থ সংগ্রহ করতে পারবে। কিন্তু ২ মাস পর অর্থের প্রয়োজন দেখা দিল।
ক. সঞ্চিতি তহবিল কী?
খ. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতিটি ব্যাখ্যা কর।
গ. হোসেন এন্ড সন্স কোন দলিলের মাধ্যমে বিক্রয় সম্পাদন করল? বর্ণনা কর।
ঘ. হোসেন এন্ড সন্স ২ মাস পর অর্থ সংগ্রহ করতে পারবে কি? যুক্তি দেখাও।
Q 26. মি. সজিব সঞ্চিত ১০ লক্ষ টাকা ১০% সুদে ১০ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইলেন। কিন্তু তার স্ত্রী নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে ৮ বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত ২ লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে মি. ফরহাদ সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
ক. বাট্টাকরণ প্রμিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়?
খ. অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা কর।
গ. পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী মি. সজিবের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় কর।
ঘ. বিনিয়োগের জন্য মি. সজিবের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।
Q 27. মি. রভ চলমান দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটিতে বিনিয়োগের চিন্তা করছেন। প্রতিষ্ঠান ‘গ্রহ’-এর আয়ের হার গত তিন বছরে যথাক্রমে ১৪%, ৮% এবং ৪৪%। অন্যদিকে প্রতিষ্ঠান ‘নক্ষত্র’ এর আয়ের হার যথাক্রমে ১৮%, ৮% এবং ৪০%।
ক. ঝুঁকি কী?
খ. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস খোঁজা জরুরি কেন?
গ. ‘গ্রহ’ প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি নির্ণয় কর।
ঘ. মি. রভের কোন প্রতিষ্ঠান নির্বাচন করা উচিত বলে তুমি মনে কর? যুক্তি দেখাও।
Q 28. প্রিয়তী টেক্সটাইল লি. এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা যার মধ্যে প্রতিটি ১০ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন ৫ কোটি, ৬% অগ্রাধিকার শেয়ার মূলধন ৩ কোটি এবং অবশিষ্ট ৮% ঋণ মূলধন। ২০১২ সালে কোম্পানি শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর ১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মুনাফার বৃহৎ একটি অংশ দ্বারা ঋণ পরিশোধের উদ্যোগ গ্রহণ করে।
ক. ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ে কী বলে?
খ. ‘বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি’- ব্যাখ্যা কর।
গ. প্রিয়তী টেক্সটাইলের গড় মূলধন ব্যয় নির্ণয় কর।
ঘ. মুনাফা দ্বারা ঋণ পরিশোধ করা কোম্পানির জন্য লাভজনক হবে কিনা, তা মূল্যায়ন কর।
Q 29. মুনা কোম্পানি তাদের জমি জনাব খবির হোসেনের কাছে জামানত হিসেবে রেখে ২ কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে। খবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ ২০১৭ সালের ১ জানুয়ারি উল্লেখ আছে। হঠাৎ কোম্পানিটি ২০১৫ সালের জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে। তাতে তিনি বিচলিত হন নি।
ক. শেয়ারমালিকদের প্রাপ্য আয় কী?
খ. সীমাবদ্ধ দায় বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ. মুনা কোম্পানি অর্থায়নের জন্য কোন কৌশলটি বেছে নিয়েছে? বর্ণনা কর।
ঘ. মুনা কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে খবির হোসেনের বিনিয়োগের নিরাপত্তাটি মূল্যায়ন কর।
Q 30. অরুমা ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে ২০০৮ সালে গঠিত হয়। বর্তমানে একজন ব্যক্তি ১.৫০ লক্ষ টাকা ঋণের জন্য এ প্রতিষ্ঠানের নিকট আবেদন করেন। তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম, জমি বন্ধক রাখতে আগ্রহী। কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।
ক. চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
খ. ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
গ. অরুমা ব্যাংক প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হয়েছিল? বর্ণনা কর।
ঘ. ব্যক্তিটিকে বন্ধকি ঋণ দেয়া অরুণিমা ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে কিনা তা মূল্যায়ন কর।
Q 21. রুনা বেগম তার পরিবারের মূল্যবান দ্রব্যাদি ও গহনা ব্যাংকে সংরক্ষণ করছেন এবং বর্তমানে তিনি তার বাড়ি ভাড়া সংগ্রহের দায়িত্বও ব্যাংকের কাছে অর্পণ করেন। নির্দিষ্ট ফি এর বিনিময়ে ব্যাংক তার এসব কাজ করে।
ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
খ. ব্যাংকের তারল্যনীতি বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ. ব্যাংক রুনা বেগমের জন্য কোন ধরনের কাজ করছে? বর্ণনা কর।
ঘ. জীবনযাত্রার মানোন্নয়নে রুনা বেগমের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
SSC Finance & Banking MCQ Suggestion 2023
Conclusion
Of course, I understood how you arranged the SSC Finance & Banking Suggestion. I hope you pass with good results. Especially here students receive various tips on how to prepare for every exam. Of course, if you attend regularly, you will get these tips. First of all, if you like this article, please share it with your friends so they can get a chance to see it in college too. Study hard and discover new educational collections with us. Thank you
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)
this is so helpfull for us ..........
ReplyDeletetnk u
Welcome❤
Delete