Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

SSC Finance & Banking MCQ Suggestion 2023 - ফিন্যান্স এবং ব্যাংকিং বহুনির্বাচনি সাজেশন (PDF Download)

SSC Finance & Banking MCQ Suggestion 2023 (PDF Download) Assalamu Alaikum dear readers welcome to our website. Dear SSC candidates 2023 ...

SSC Finance & Banking MCQ Suggestion 2023 (PDF Download)

Assalamu Alaikum dear readers welcome to our website. Dear SSC candidates 2023 batch brothers and sisters, I hope you are doing well and writing well in your SSC exam. We know that your SSC Finance & Banking paper exam is on 14 May 2023.

So today we are here with your SSC Finance & Banking MCQ suggestion 2023. Today's SSC Finance & Banking MCQ suggestion is important for you. If you want to get SSCFinance & Banking MCQ suggestions stay with us and read this article completely. Let's follow these suggestions will benefit you.


SSC English Finance & Banking MCQ Suggestion 2023


You are already searching in the Google search engine by writing SSC English 1st Paper Suggestion 2023. So we are giving English suggestions for SSC 2023 thinking about you. We have painstakingly collected these English 1st paper suggestions and then presented this suggestion. And if you want SSC English 2nd Paper Suggestion, then keep an eye on our SSC-Suggestion24 website, we will provide SSC English 2nd Paper Suggestion for you too, Inshallah.

  • SSC Dhaka Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Rajshahi Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Sylhet Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Barisal Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Mymensingh Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Jessore Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Comilla Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Dinajpur Board Finance & Banking MCQ Suggestion 2023
  • SSC Chittagong Board Finance & Banking MCQ Suggestion 2023

SSC Finance & Banking MCQ Suggestion 2023 PDF


After publishing the suggestions for creative section, many of you requested to publish suggestions for multiple choice section. So in view of your request we will publish SSC Finance and Banking mcq suggestion in the course today. Here you will get MCQ with answers from each chapter in light of short syllabus.

A total of 6 chapters have been selected from Finance and Banking subject for the exam this year. In other words, questions will be asked in your exam from these 6 chapters. Below are the chapters given in light of short syllabus. Collect answers to suggestive multiple-choice questions by clicking on each chapter name.

ফিন্যান্স ও ব্যাংকিং mcq সাজেশন

Chapter 1: Financing and Business Financing - অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
Chapter 4: Time Value of Money - অর্থের সময়মূল্য
Chapter 6: Capital Income-Expenditure Estimation - মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
Chapter 9 : Banking business and its types - ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
Chapter 10: Commercial Bank and its introduction - বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি
Chapter 11: Bank Deposits - ব্যাংকের আমানত

Finance & Banking MCQ Suggestion - ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায়

১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?

ক. ঊর্ধ্বমুখী
●. বিপরীত
গ. নিম্নমুখী
ঘ. সমানুপাত

২. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো-

র. পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
রর. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
ররর. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
●. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?

ক. সাফল্য অর্জন
খ. সুনাম অর্জন
গ. সম্পদ অর্জন
●. মুনাফা অর্জন

৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে?

ক. বিনিময় ব্যবস্থাপনা
●. তহবিল ব্যবস্থাপনা
গ. মূলধন ব্যবস্থাপনা
ঘ. মুনাফা ব্যবস্থাপনা

৫. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত-

ক. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
খ. পারিবারিক অর্থায়ন
●. সরকারি অর্থায়ন
ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৬. অর্থায়ন ব্যবস্থার নীতিমালা-

র. তারল্য বনাম মুনাফা নীতি
রর. উপযুক্ততার নীতি
ররর. কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?

ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
●. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে।

৭. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?

ক. সমবায় সংগঠন
খ. অংশীদার সংগঠন
● .পাবলিক কোম্পানি
ঘ. প্রাইভেট কোম্পানি

৮. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে-

ক. সুদ
খ. কমিশন
গ. বোনাস
●. লভ্যাংশ

৯. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (অনুধাবন)

ক. দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
খ. তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
গ. নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
●. ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়

১০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? (অনুধাবন)

ক. আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
খ. সঠিক পণ্য নির্বাচন করে
●. অর্থের সদ্ব্যবহার করে
ঘ. তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে

Finance & Banking MCQ Suggestion - ফিন্যান্স ও ব্যাংকিং ৪থ অধ্যায়


১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?

●. সুদের হার
খ. মুদ্রা নীতি
গ. অর্থের তারল্য
ঘ. বর্ধিত মুনাফা

২. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?

ক. সরল সুদ
●. চক্রবৃদ্ধি সুদ
গ. মোট সুদ
ঘ. নিট সুদ

৩. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-

র. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
রর. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?

ক. র ও রর
খ. র ও ররর
●. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?

ক. সুদের হার নির্ধারণ
●. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
গ. আর্থিক অবস্থা নিরূপণ
ঘ. ঋণের কিস্তি হ্রাস করা

৫. জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?

ক. ২,০০,৭৩০.০০ টাকা
●. ২,৮৩,৭২০.০০ টাকা
গ. ৩,১৩,৫২০.০০ টাকা
ঘ. ৪,৪০,০০০.০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও

শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় ‘কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকসমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় অ নামক ব্যাংকটি ২০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং ই ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ঋণ পরিশোধ করার শর্তে ৫০,০০০/= টাকার ঋণ প্রদানে সম্মত হয়।

৬. কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়?

ক. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
●. বাট্টাকরণ পদ্ধতি
গ. সরল সুদ নির্ণয়ের মাধ্যমে
ঘ. EAR এর মাধ্যমে

৭. ‘অ’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে?

ক. ৫০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৬২,০০০ টাকা
●. ৭২,০০০ টাকা

৮. ‘ই’ ব্যাংক হতে ঋণ নেয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো?

ক. ১০,৫৫৫.২০ প্রায়
●. ১১,০১৯.৫৫ প্রায়
গ. ১১,০৩০.২০ প্রায়
ঘ. ১৩,০১৯.৫০ প্রায়

নিচের উদ্দীপকটি পড় এবং ১০নং প্রশ্নের উত্তর দাও :

শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়।

১০. শাওন কত টাকা পেল?

ক. ১,১০০ টাকা
খ. ১,২০০ টাকা
●. ১,২১০ টাকা
ঘ. ১,২০০ টাকা

Finance & Banking MCQ Suggestion - ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায়


১. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?

●. মূলধন বাজেটিং
খ. অর্থের সময়মূল্য
গ. বাট্টার হার নির্ধারণ
ঘ. বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি

২. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?

ক. বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
●. বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
গ. বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ঘ. বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ

৩. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?

ক. প্রারম্ভিক বিনিয়োগ
খ. নগদ বহিঃপ্রবাহ
গ. মোট চলতি ব্যয়
●. মোট অবচয়

৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?

●. প্রকল্প নির্বাচন
খ. প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ. বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ. প্রকল্পের মুনাফার হার নির্ণয়

৫. ডাঃ শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন?

ক. রোগীর ওষুধ ক্রয়
●. এক্স-রে মেশিন ক্রয়
গ. ওষুধের মূল্য নির্ধারণ
ঘ. হাসপাতাল ভবনের রং পরিবর্তন

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও :

সিয়াম কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।

৬. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?

●. গড় মুনাফা হার
খ. পে-ব্যাক সময়
গ. নিট বর্তমান মূল্য
ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার

৭. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো-

র. অর্থের সময় মূল্য উপেক্ষিত
রর. সকল নগদ প্রবাহের মূল্য সমান
ররর. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ

নিচের কোনটি সঠিক?
●. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ-

●. বাট্টার হার নির্ধারণ
খ. মুনাফার হার নির্ধারণ
গ. ঝুঁকির হার নির্ধারণ
ঘ. সুদের হার নির্ধারণ

৯. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?

ক. গড় মোট মুনাফাগড় বিনিয়োগ
●. গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ. গড় মোট মুনাফামোট বিনিয়োগ
ঘ. গড় নিট মুনাফামোট বিনিয়োগ

১০. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?

ক. দুইটি
খ. তিনটি
●. চারটি
ঘ. পাঁচটি

Finance & Banking MCQ Suggestion - ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায়


১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?

ক. দেশি ব্যাংক
খ. ভোক্তাদের ব্যাংক
গ. জাতীয় ব্যাংক
●. আঞ্চলিক ব্যাংক

২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-

র. সরকারকে সহায়তা দেয়া
রর. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
ররর. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?

ক. র
খ. রর
●. র ও রর
ঘ. র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন।

৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?

ক. কাঠামোভিত্তিক
খ. মালিকানাভিত্তিক
গ. নিয়ন্ত্রণভিত্তিক
●. বিশেষ মক্কেলভিত্তিক

৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?

ক. জীবনধারণের মানোন্নয়ন করা
●. মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা
গ. পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা
ঘ. মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া

৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি?

●. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা
খ. জীবনযাত্রার মানোন্নয়ন
গ. সামাজিক অবদান
ঘ. উপদেষ্টা ও পরামর্শদাতা

৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি?

ক. নিরাপত্তার নীতি
●. মুনাফার নীতি
গ. তারল্য নীতি
ঘ. দক্ষতার নীতি

৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)

●. ব্যাংকিং ব্যবসায়ের
খ. অংশীদারি ব্যবসায়ের
গ. পাইকারি ব্যবসায়ের
ঘ. খুচরা ব্যবসায়ের

৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)

●. ইলেকট্রনিক ব্যাংকিং
খ. এনি ব্রাঞ্চ
গ. মনিটরিং
ঘ. ফোন

৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন)

ক. ঋণের সুবিধা
খ. বিলাসবহুল
গ. বৈদেশিক বিনিময়
●. ইলেকট্রনিক ব্যাংকিং সেবা

১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

ক. লেনদেনের আধিক্য
খ. ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন
●. নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব
ঘ. গ্রাহকদের চাহিদার পরিবর্তন

Finance & Banking MCQ Suggestion - ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায়


১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?

● লকার ভাড়া
খ বিমা প্রিমিয়াম
গ শুল্ক ও কর
ঘ নিরীক্ষকের বিল

২. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-

র. প্রচারকার্যে ব্যয় করে
রর. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
ররর. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও :

পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন।


৩. বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে-

র. বিদেশি ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনা পরিশোধে সহায়তা করে
রর. প্রত্যয়পত্র ইস্যু করে
ররর. মুনাফা বণ্টন করে
নিচের কোনটি সঠিক?

● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?

● কর্মসংস্থান সৃষ্টি
খ জনকল্যাণ
গ সম্পদের সুষম বণ্টন
ঘ বিনিময়ের মাধ্যমে

৫. কোন ব্যাংক খঈ প্রদান করে?

● বাণিজ্যিক ব্যাংক
খ কেন্দ্রীয় ব্যাংক
গ শিল্প ব্যাংক
ঘ কৃষি ব্যাংক

৬. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে-

ক বিনিয়োগ ব্যাংক
খ শিল্প ব্যাংক
গ সমবায়
● বাণিজ্যিক ব্যাংক

৭. যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক?

● বাণিজ্যিক ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ শ্রমিক ব্যাংক
ঘ সঞ্চয়ী ব্যাংক

৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?

● আমানত
খ পরিশোধিত মূলধন
গ সংরক্ষিত তহবিল
ঘ লকার ভাড়া

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব হাসান ও তাঁর তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজন্ম ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।

৯. প্রজন্ম ব্যাংক প্রতিষ্ঠার জন্য কার অনুমতি নিয়েছেন?

ক সরকারের
খ সোনালী ব্যাংকের
গ শিল্প ব্যাংকের
● বাংলাদেশ ব্যাংকের

১০. প্রজন্ম ব্যাংক সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে-

র. আমানত সৃষ্টির মাধ্যমে
রর. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
ররর. ব্যবসায়ীদের ঋণ প্রদান করে
নিচের কোনটি সঠিক?

● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর


Finance & Banking MCQ Suggestion - ফিন্যান্স ও ব্যাংকিং









SSC Finance & Banking Final MCQ Suggestion 2023


১. পারস্পরিক উন্নতি সাধনের উদ্দেশ্যে গঠিত হয় কোন ব্যাংক?

ক. গ্রুপ ব্যাংক
খ. শাখা ব্যাংক
গ. চেইন ব্যাংক
ঘ. একক ব্যাংক

২. ব্যাংক কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে থাকে?

ক. সঞ্চয়ী
খ. চলতি
গ. স্থায়ী
ঘ. ক + খ

৩. ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য কী?

ক. সাফল্য অর্জন
খ. সুনাম অর্জন
গ. সম্পদ অর্জন
ঘ. মুনাফা অর্জন

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

হাবিব সাহেব তার সঞ্চয়ী হিসাবে ৫ লক্ষ জমা দিয়ে ট্রেডার্স ব্যাংক থেকে একটি কার্ড গ্রহণ করেন । যা ব্যবহার করে Book Shop থেকে বই এবং Business Shop থেকে কেনাকাটা করতে হয়।

৪. ট্রেডার্স ব্যাংকের কোন ধরনের কাজ প্রকাশ পায়?

ক. মূলধন গঠন
খ. বিনিময় মাধ্যম সৃষ্টি
গ. নোট প্রচলন
ঘ. অছি কাজ

৫. হাবিব সাহেব পাবেন-

i. অর্থেল নিরাপত্তা
ii. ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
iii. সঞ্চয়ের সুবিধা

নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :

মনির আজকে অগ্রণী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে শতকরা ১০% সুদে ১,০০০ টাকা জমা রেখেছে। মনির জানতে চায় তার সঞ্চয়ী হিসাবে ৫ বছর পর মোট কত টাকা জমা হবে?

৬. অগ্রণী ব্যাংক যদি ৬ মাস পরপর সুদ হিসাব করে তাহলে ৫ বছর পর মনিরের হিসাবে সুদে আসলে কত টাকা জমা হবে?

ক. ১,২৫০ টাকা
খ. ১,৬২৯ টাকা
গ. ১,৮২০ টাকা
ঘ. ১,৯১০ টাকা

৭. অগ্রণী ব্যাংক যদি ৩ মাস পরপর সুদ হিসাব করে তাহলে ৫ বছর পর মনিরের সঞ্চয়ী হিসাবে সুদে আসলে কত টাকা জমা হবে?

ক. ১,২৪০ টাকা
খ. ১,৪৫০ টাকা
গ. ১,৬৩৯ টাকা
ঘ. ১,৮৫০ টাকা

৮. রপ্তানি কাজে অগ্রিম টাকা পেতে পারে কোন ক্ষেত্রে?

ক. হুন্ডি
খ. চেক
গ. এলসি
ঘ. পে-অর্ডার

৯. সোনালী ব্যাংক ৫ লক্ষ টাকা ৯ বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত?

ক. ৭%
খ. ৮%
গ. ৯%
ঘ. ১০%

১০. গড় থেকে ব্যবধান কীভাবে বের করা হয়?

ক. (আয় – গড়) ÷ ২
খ. আয় + গড়
গ. আয় – গড়
ঘ. আয় × গড়

উদ্দীপকটি পড়ে ১১–১৩নং প্রশ্নের উত্তর দাও :

হাফিজ জনতা ব্যাংকে একটি প্রত্যয়পত্র চালু করে ইতালীর ব্যবসায়ী ওয়াটসনের কাছ থেকে ৩০ লক্ষ টাকার পণ্য আমদানি করেন।

১১. জনতা ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করবে?

ক. হাফিজকে
খ. জাহাজ মালিককে
গ. আমদানিকারককে
ঘ. ওয়াটসনকে

১২. জনতা ব্যাংক কার পক্ষ হয়ে নিশ্চয়তা দিবে?

ক. হাফিজের
খ. ওয়াটসনের
গ. ডক কর্তৃপক্ষের
ঘ. জাহাজ মালিকের

১৩. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস?

ক. পরিশোধিত মূলধন
খ. লকার ভাড়া
গ. সুদ
ঘ. কমিশন

১৪. আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ কোনটি?

ক. গারনিশি অর্ডার
খ. প্রত্যয়নপত্র
গ. চুক্তি স্বাক্ষর
ঘ. চেক

১৫. কোনটি ঝুঁকিমুক্ত আয়?

i. শেয়ার ক্রয়
ii. ব্যাংকে আমানত রাখা
iii. বন্ড ক্রয় করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন?

ক. মালিকানা
খ. গোপনীয়তা
গ. আর্থিক সচ্ছলতা
ঘ. ঝুঁকি এড়ানো

১৭. WTO আত্মপ্রকাশ করে কোন দশকে?

ক. ১৯৯০ দশকে
খ. ১৯৮০ দশকে
গ. ১৯৭০ দশকে
ঘ. ১৯৬০ দশকে

১৮. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে?

ক. ১৯৯০ দশকে
খ. ১৯৮০ দশকে
গ. ১৯৭০ দশকে
ঘ. ১৯৬০ দশকে

১৯. আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বে কোনটি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ?

ক. মুনাফার হার
খ. বাট্টার হার
গ. ক্রয়ের পরিমাণ
ঘ. উৎপাদনের পরিমাণ

২০. কোনটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ?

ক. ঋণ নিয়ন্ত্রণ
খ. ঋণদান
গ. মুদ্রার মান নিয়ন্ত্রণ
ঘ. মুদ্রার প্রচলন

২১. ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?

ক. স্বর্ণ
খ. হুন্ডি
গ. মুদ্রা
ঘ. চেক

২২. কোনটি কার্যভিত্তিক শ্রেণিকরণের ব্যাংক?

ক. সমবায় ব্যাংক
খ. গ্রুপ ব্যাংক
গ. স্কুল ব্যাংক
ঘ. মহিলা ব্যাংক

২৩. সার্থক ব্যাংক ব্যবসায় মানে-

ক. সঠিক মুনাফানীতি
খ. সঠিক তারল্যনীতি
গ. সঠিক নিরাপত্তা নীতি
ঘ. সঠিক বিশ্বস্ততার নীতি

২৪. A ব্যাংক, B ব্যাংকের ৭৫% শেয়ার ক্রয় করে এবং ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাহলে A ও B ব্যাংক কোন ধরনের ব্যাংক?

ক. শাখা ব্যাংক
খ. চেইন ব্যাংক
গ. গ্রুপ ব্যাংক
ঘ. বিনিয়োগ ব্যাংক

২৫. বাণিজ্যিক ব্যাংক বিনিময় মাধ্যম হিসাবে কোনটি সৃষ্টি করে?

ক. হুন্ডি
খ. প্রাপ্য বিল
গ. পে-অর্ডার
ঘ. শেয়ার

২৬. বাণিজ্যিক ব্যাংকে প্রধান আয়ের খাত কোনটি?

ক. বিল বাট্টাকরণ
খ. এল সি
গ. অছি কাজের কমিশন
ঘ. ঋণের সুদ

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :

মজুমদার এন্ড সন্স তাদের ৬ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখলো যে, গড় ব্যবধানের বর্গের যোগফল ৮৪০।

২৭. মজুমদার এন্ড সন্সের ব্যবধানের বর্গের গড় কত হবে?

ক. ১২৪
খ. ১৪০
গ. ১৪৮
ঘ. ১৬৮

২৮. উক্ত প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি কত হবে?

ক. ১২.৮৩%
খ. ১২.৯৬%
গ. ১৩%
ঘ. ১৩.০৮%

২৯. বিল বাট্টাকরণ করে কে?

ক. কেন্দ্রিয় ব্যাংক
খ. পাওনাদার
গ. বাণিজ্যিত ব্যাংক
ঘ. ব্যবসায়ী

৩০. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক?

ক. দেশি ব্যাংক
খ. বিদেশি ব্যাংক
গ. স্বশাসিত ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক

Ans:


SSC Finance & Banking MCQ Question Solution 2023

Students friends, you have already got SSC Finance & Banking suggestion from our post. After the completion of the Finance & Banking exam, those of you who are looking for Finance & Banking exam questions and question solutions, you will get questions and answers for all subjects including Finance & Banking question solutions and Finance & Banking question solutions from our Education-Suggestion.blogspot.com website.

Last thing: We have arranged Finance & Banking for SSS 2023 Batch in this complete post. I have given suggestions for SSC Finance & Banking with pictures. Applies to SSS Finance & Banking mcq  Suggestion 2023 (All Boards). Hope 100% common to follow this suggestion.

Tag: SSC Finance & Banking Suggestion 2023 PDF, এসএসসি ফিন্যান্স এবং ব্যাংকিং বহুনির্বাচনি সাজেশন ২০২৩ সকল বোর্ডের জন্য

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)

No comments

Latest Articles